আগামী ১১ তারিখ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার বর্ষার আগমন হতে চলেছে।
এই নিম্নচাপ এর আগে অর্থাৎ ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সেইসঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা।
এই সময়ে বাংলাদেশ লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা, নদিয়া,মুর্শিদাবাদে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিার দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় ভারি বৃষ্টি হবে।
১১ তারিখ অর্থাৎ যেদিন নিম্নচাপ তৈরি হবে সেই দিন দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে। এছাড়া হাওড়া, হুগলি,কলকাতার দু-এক জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
১২ তারিখ রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং ঝারগ্রাম ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৩ তারিখ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া তে ভারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পং এ ভারি বৃষ্টি হবে। এছাড়া ১২ ও ১৩ তারিখ উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্প- এ ভারি বৃষ্টি হবে। ১৩ তারিখ ২ দিনাজপুর এবং মালদায় ভারি বৃষ্টি হবে।
এই নিম্নচাপ তৈরির সময় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি যেসব মৎস্যজীবী সমুদ্রে গেছেন তাঁদের ১০ তারিখের মধ্যে ফেরত আসতে বলা হচ্ছে।
১১ তারিখের আগে পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড়-বৃষ্টি সাথে বজ্রপাতে সম্ভাবনা থাকছে। বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য সবাইকে ঝড় বৃষ্টির সময় ফাঁকা জায়গায় যেতে বারণ করা হচ্ছে। কোন পাকা বাড়ির নিচে থাকতে বলা হচ্ছে। চাষিরা যারা মাঠে কাজ করেন তাঁরা বজ্রপাতের সময় যাতে খোলা জায়গায় না থাকেন সেই পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।