Advertisement

পশ্চিমবঙ্গ

৩ মাস জলবন্দি শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা, দেখুন মানুষের দুর্দশার ছবি

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • শান্তিপুর,
  • 29 Sep 2021,
  • Updated 3:53 PM IST
  • 1/8

দীর্ঘ তিন মাস ধরে জলবন্দি নদিয়ার শান্তিপুরের (Nadia Santipur) হরিপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ। 

  • 2/8

শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত উত্তরপাড়া কলোনির প্রায় ৫০টি পরিবার দীর্ঘ তিন মাস যাবৎ আটকে রয়েছে জলে। 

  • 3/8

স্থানীয় পঞ্চায়েত সদস্য গোপাল মজুমদারকে এ বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি এলাকাবাসীর। বর্ষার শুরু থেকে জমা জলের মধ্যে দিয়েই তাঁদের নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম সারতে হচ্ছে। করতে হচ্ছে দোকান, বাজার, রেশন, হাট, ব্যাঙ্কের কাজ। 

  • 4/8

দীর্ঘদিনের আবদ্ধ পচা জল পেরিয়ে, নিয়মিত যাওয়া-আসা করার ফলে অনেকেরই পায়ে নানান চর্মরোগও দেখা দিচ্ছে। অন্যদিকে ওই এলাকায় রয়েছে বেশ কয়েকটি ধান শুকনো ও সেদ্ধ করার কারখানা। 

  • 5/8

কারখানা থেকে বিভিন্ন রাসায়নিক এসে মিশছে জলে। আর সেই পচা দুর্গন্ধযুক্ত জলই ঢুকছে এলাকার বাড়িগুলির উঠোন ও ঘরে।

  • 6/8

বাডছে সাপ এবং অন্যান্য বিষাক্ত কীট পতঙ্গ দংশনের আশঙ্কা। এলাকাবাসীর দাবি, যদি পঞ্চায়েতের তরফ থেকে পাম্প বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হতো, তাহলেও সাময়িক মুক্তি পাওয়া যেতো।

  • 7/8

এ প্রসঙ্গে গোপাল মজুমদার জানান পঞ্চায়েতের মাধ্যমে বিডিওর সঙ্গে কথা বলা হয়েছে। এবছর বৃষ্টির পরিমাণ বেশি তাই এই সমস্যা। 

  • 8/8

হরিপুর পঞ্চায়েতের প্রধান শোভা সরকার জানান, জল বের করার কোনও উপায় পাওয়া যায়নি। তবে জমা দল ফেলার জায়গা নিয়ে এলাকাবাসী সহযোগিতা করলে, বিডিওকে বলে পাম্পের ব্যবস্থা করার চেষ্টা হবে।

Advertisement
Advertisement