Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: দক্ষিণবঙ্গ জুড়ে চলছে দুর্যোগ, কবে হবে আবহাওয়ার উন্নতি? জানাল হাওয়া অফিস

তপন কুমার নস্কর
  • 29 Sep 2021,
  • Updated 10:16 AM IST
  • 1/11

মধ্যরাত থেকে লাগাতার বৃষ্টি  চলছে কলকাতায় । দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলছে শহর জুড়ে । 

  • 2/11

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । যার জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার দাপট ৷

  • 3/11

বঙ্গোপসাগরে সৃষ্ট  নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। 

  • 4/11

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরছে। তার জেরে আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

  • 5/11

 পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে  আজ দিনভর চলবে বৃষ্টি। 
 

  • 6/11

 কলকাতা-সহ দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ৷

  • 7/11

 এই জেলাগুলোতে ঘণ্টায় ৩০  থেকে ৪০  কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে । যা ঘণ্টায় সর্বোচ্চ ৫০  কিলোমিটার পর্যন্ত থাকবে ।

  • 8/11

ভোর সাড়ে ৪টে থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত গঙ্গার লকগেট বন্ধ ছিল, যা  শহরের বিস্তির্ণ এলাকায় জল জমার আশঙ্কা তৈরি করেছে । এরপর ফের বিকেল পৌনে ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার লকগেট।  কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, সন্ধে পৌনে ৭টা নাগাদ গঙ্গার জলস্তর হবে প্রায় সাড়ে ১৪ ফুট। 

  • 9/11

বৃষ্টির জেরে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে কলকাতার বিভিন্ন জায়গায়। তারাতলা থেকে নিউ আলিপুর যাওয়ার রাস্তা জলমগ্ন। অলিগলিতে জল। নিউ আলিপুর সি ব্লকে রাস্তায় গাছ উপড়ে পড়ায় ধীর গতিতে যান চলাচল করছে। 
 

  • 10/11


 তবে বুধবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলছে হাওয়া অফিস ৷ বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতি হতে পারে। 

  • 11/11

 আগামীকাল কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও, বর্ষা যেহেতু রয়েছে তাই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement