Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast:ফের বদলে গেল আবহাওয়া, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা কলকাতাতেও

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 03 Oct 2021,
  • Updated 5:07 PM IST
  • 1/11

কয়েকদিন আগেই নিম্নচাপের জেরে ভেসেছিল দক্ষিণবঙ্গ। এবার পুজোর আগে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। এমনই পূর্বাভাস দিয়ে রেখেছে  আবহাওয়া দফতর।     

  • 2/11

দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত। 

  • 3/11

এদিকে সৃষ্ট হওয়া নিম্নচাপটি বর্তমানে বিহারের পশ্চিমভাগে অবস্থান করছে। সেটি  উত্তরপ্রদেশ সংলগ্ন বিহারের মধ্যভাগে  রয়েছে। 

  • 4/11

এর জেরে রবিবার দুপুরে বজ্র-বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজল শহর কলকাতা ৷

  • 5/11

হাওয়া অফিস বলছে  সোমবারও  কলকাতায় হালকা থোকে মাঝারি বৃষ্টপাত হবে। 

  • 6/11

 আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যা জানিয়েছেন,  নিম্নচাপটি ক্রমশ পূর্বদিকে সরে গিয়ে উত্তরবঙ্গের কাছে চলে আসবে। 

  • 7/11

এই নিম্নচাপের  প্রভাবে উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 8/11

তবে আলিপুরদুয়ার ও কোচবিহারে  অতিভারী বৃষ্টিপাতে হবে আগামী চব্বিশ ঘন্টায়। মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। 

  • 9/11

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টপাতের ফলে নদীতে জলস্তর বাড়বে। ধ্বস নামার সম্ভাবনার সতর্কতাও থাকছে। 

  • 10/11

দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ ও বীরভূমে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভানা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হবে। 

  • 11/11

বজ্রপাতের সতর্কতা থাকছে কলকাতাতেও। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement