কয়েকদিন আগেই নিম্নচাপের জেরে ভেসেছিল দক্ষিণবঙ্গ। এবার পুজোর আগে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। এমনই পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।
দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত।
এদিকে সৃষ্ট হওয়া নিম্নচাপটি বর্তমানে বিহারের পশ্চিমভাগে অবস্থান করছে। সেটি উত্তরপ্রদেশ সংলগ্ন বিহারের মধ্যভাগে রয়েছে।
এর জেরে রবিবার দুপুরে বজ্র-বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজল শহর কলকাতা ৷
হাওয়া অফিস বলছে সোমবারও কলকাতায় হালকা থোকে মাঝারি বৃষ্টপাত হবে।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যা জানিয়েছেন, নিম্নচাপটি ক্রমশ পূর্বদিকে সরে গিয়ে উত্তরবঙ্গের কাছে চলে আসবে।
এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টপাতের সম্ভাবনা রয়েছে।
তবে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টিপাতে হবে আগামী চব্বিশ ঘন্টায়। মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে।
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টপাতের ফলে নদীতে জলস্তর বাড়বে। ধ্বস নামার সম্ভাবনার সতর্কতাও থাকছে।
দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ ও বীরভূমে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভানা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হবে।
বজ্রপাতের সতর্কতা থাকছে কলকাতাতেও। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে।