Advertisement

পশ্চিমবঙ্গ

East-West Metro Underwater Trial: গঙ্গার তলা দিয়ে মেট্রোর ট্রায়াল রান, এ বছরেই শুরু পরিষেবা? PHOTOS

Aajtak Bangla
  • হাওড়া/কলকাতা,
  • 20 Apr 2023,
  • Updated 8:45 PM IST
  • 1/7

ইতিহাস গড়ার পথে আরও একধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রো। গঙ্গার তলা দিয়ে সম্পন্ন হল মেট্রোর ট্রায়াল রান (East West Metro Trial Run)। বৃহস্পতিবার সময় তখন দুপুর ১২টা বেজে ১০ মিনিট। 

  • 2/7

তিন বার হর্ন বাজার পর হাওড়া ময়দান থেকে ছাড়লো মেট্রো। ১২টা ১৩ মিনিট নাগাদ পৌঁছাল বঙ্কিম সেতুর নিচে। তার মিনিট খানেকের মধ্যে হাওড়া স্টেশনের তলায়। 

  • 3/7

 এরপরেই সেই মাহেন্দ্রক্ষণ। ঘড়ির কাঁটা তখন  ১২টা বেজে ১৬ মিনিট ছাড়িয়েছে। ট্রেনের মধ্যে ঘোষণা, 'আমরা এখন গঙ্গার নিচে প্রবেশ করছি'। 

  • 4/7

গঙ্গার নিচের (Kolkata Metro Under River) ৫২০ মিটারের পথ অতিক্রম করতে এদিন মিনিট তিনেক সময় লাগে। যদিও মেট্রো সূত্রে খবর, যাত্রী পরিষেবা শুরু হওয়ার পর এই পথ অতিক্রম করতে লাগবে ৪৫ সেকেন্ড মতো। 

  • 5/7

বেলা ১২ টা ২০ মিনিট নাগাদ নদীর তলার সুড়ঙ্গ থেকে বেরোয় পাতালযানটি। এরপরেই চলে আসে মহাকরণ স্টেশন। তারপর ফের সুড়ঙ্গে ঢুকে যায় মেট্রো। বেলা ১২ টা ৩৬ মিনিটে এসপ্ল্যানেড পৌঁছায় মেট্রোটি। 

  • 6/7

সেখানে ১৬ মিনিট মতো দাঁড়ানোর পর ওই টানেল দিয়েই ফের পিছন দিকে চলতে শুরু করে মেট্রোটি। যে টানেল দিয়ে যাত্রা শুরু হয়েছিল, দুপুর দেড়টা নাগাদ পৌঁছে যায় সেই টানেলেই।

  • 7/7

এই যাত্রাপথের মোট দূরত্ব ৪.৮ কিলোমিটার। জলস্তরের ৩৩ মিটার নিচ দিয়ে গিয়েছে এই মেট্রো পথ। প্রসঙ্গত মেট্রো সূত্রে খবর, শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো। চলতি বছরেই এই মেট্রো চালু করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। 

আরও পড়ুন - পঞ্চায়েতে প্রার্থী বাছবে গ্রামবাসীরাই, TMC-র নয়া স্ট্র্যাটেজি ঘোষণা অভিষেকের

Advertisement
Advertisement