Advertisement

পশ্চিমবঙ্গ

Lakshmi Puja 2021 Weather Update : নিম্নচাপের জেরে লক্ষ্মীপুজোও বৃষ্টিতেই, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 19 Oct 2021,
  • Updated 10:33 AM IST
  • 1/12

Lakshmi Puja 2021: লক্ষ্ণীপুজোর আকাশ ভোগাতে চলেছে। আজ, মঙ্গলবার এবং কাল, বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা শুরু হয়েছে গিয়েছে সোমবার থেকেই। সোমবার রাতভোর বৃষ্টি হয়েছে। যা চলবে আগামী আরও দুদিন। এমনই মনে করে আলিপুর আবহাওয়া দফতর।

  • 2/12

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ওড়িশার ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এবং এর সঙ্গে দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস আমাদের রাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

  • 3/12

তাই সোমবার থেকে ২০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।

  • 4/12

মঙ্গল এবং বুধবার কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

  • 5/12

দক্ষিণবঙ্গে মঙ্গলবার উপকূলের জেলা ২ মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সঙ্গে কলকাতা, হাওড়া, ঝাড়গ্রামে দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। রাতভোর বৃষ্টি হয়েছে।

  • 6/12

দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো রয়েছে, সেখানে শুধুমাত্র ভারী বৃষ্টি হবে।

  • 7/12

বৃষ্টি ১৯ তারিখেও চলবে। মানে আজ, মঙ্গলবারও জারি থাকবে। আজ ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায়।

  • 8/12

২০ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের শুধু বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হবে। ২১ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনেকটাই কমে যাবে।

  • 9/12

১৯ এবং ২০ তারিখ বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার  কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

  • 10/12

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে এবং কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। নীচের জেলা মালদা ও দুই দিনাজপুরে শুধু ভারী বৃষ্টি হবে সোমবার। এমনই পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের।

  • 11/12

উপকূলের ২৪ পরগনা  ও পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে ও পশ্চিম মেদিনীপুরের এবং কলকাতার কিছু অংশে দমকা বাতাস বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে।

  • 12/12

১৯ তারিখ শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুরে দমকা বাতাস প্রভাব থাকবে। মৎস্যজীবীদের আজ, মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement