Advertisement

পশ্চিমবঙ্গ

মালদায় লটারিতে রাতারাতি ১ কোটি টাকার মালিক খোদ বিক্রেতাই

মিল্টন পাল
  • মালদা,
  • 03 Aug 2021,
  • Updated 1:04 PM IST
  • 1/6

লটারিতে এক কোটি টাকা পেলেন বিয়েবাড়ির বাদ্যযন্ত্রশিল্পী। কিন্তু আনন্দের মাঝেও রয়েছে শঙ্কা। নিরাপত্তাহীনতার ভুগছে গোটা পরিবার। মালদার (Malda) ইংরেজবাজার থানার অন্তর্গত বিনয় সরকার রোডের ঘটনা। 

  • 2/6

জানা গিয়েছে, লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন শঙ্কু ঋষি নামে ওই বাদ্যযন্ত্রশিল্পী। শঙ্কুর পরিবারে রয়েছেন বাবা, মা, এক ভাই, স্ত্রী ও দুই সন্তান। মা ব্রেন স্ট্রকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ভাই বিকলাঙ্গ।

  • 3/6

পরিবারে নুন আনতে পান্তা ফুরায়। রোজগারের জন্য ১০ বছর বয়সে বাবার সঙ্গে বিয়েবাড়িতে বাদ্যযন্ত্র বাজানোর কাজ শুরু করেন। কিন্তু লকডাউনের জেরে কার্যত বন্ধ বিয়েবাড়ির কাজ বাদ্যযন্ত্র বাজিয়ে যেটুকু সঞ্চয় ছিল তাও গত দু'বছরে শেষ হয়ে গিয়েছে।

  • 4/6

ইতিমধ্যেই সংসার চালানর জন্য লটারির দোকান খোলেন শঙ্কু। বিক্রিবাটাও শুরু হয় কমবেশি। কিন্তু গত কয়েকদিন বৃষ্টির কারণে বেশকিছুটা ক্ষতি হয় তাঁর। তারমধ্যে নির্দিষ্ট একটি লটারি সংস্থার (Lottery) একটি বান্ডিলের কিছু টিকিট বিক্রি না হয়েই পড়ে থাকে তাঁর কাছে।

  • 5/6

নিয়ম অনুযায়ী বান্ডিল খোলা হয়ে গেলে সেই টিকিট আর ফেরত নেয় না ওই সংস্থাটি। এরপরেই সোমবার সন্ধ্যায় জানতে পারেন ওই বান্ডিলের অবশিষ্ঠ টিকিটেরই একটি জিতেছে প্রথম পুরস্কার। 

  • 6/6

প্রাথমিকভাবে আনন্দে চোখে জল এলেও তারপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন শঙ্কু ও তাঁর পরিবার। এই পরিস্থিতিতে নিয়ম মেনে ও নিরাপদে সেই টাকা পেয়ে গেলে তিনি উপকৃত বলেন বলেই জানাচ্ছেন শঙ্কু ঋষি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement