Advertisement

পশ্চিমবঙ্গ

Lovely Maitra : হাতা-খুন্তি নিয়ে দুর্গতদের রেঁধে ডিম-ভাত খাওয়ালেন লাভলি

প্রসেনজিৎ সাহা
  • সোনারপুর,
  • 23 Sep 2021,
  • Updated 12:50 PM IST
  • 1/8

Sonarpur Dakshin TMC MLA Lovely Maitra: নিজের বিধানসভা এলাকার একাংশ ভেসে গিয়েছে। তাই নিজেই নেমে পড়লেন তাঁদের খাবার জোগাড়ের কাজে। বাইরে থেকে খাবার নিয়ে আসা নয়, সোজা রান্না করার কাজে লেগে গেলেন। তাঁর এই ভূমিকা দেখে খুশি সকলে।

  • 2/8

তিনি শুধু সেখনকার স্থানীয় বিধানয় নন। তিনি তারকা। সোনারপুরে এমনই ভূমিকায় দেখা গেল লাভলি মৈত্র (Sonarpur Dakshin TMC MLA Lovely Maitra)-কে।

  • 3/8

রান্না করে বানভাসি এলাকার মানুষদের খাওয়ার ব্যবস্থা করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র (Sonarpur Dakshin TMC MLA Lovely Maitra)। একটানা বৃষ্টিতে সোনারপুর পুর এলাকার প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি পঞ্চায়েত এলাকা জলমগ্ন। অনেককেই ত্রাণ শিবিরে আশ্র‍য় নিতে হয়েছে। জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি দুর্গত এলাকার বাসিন্দাদের হাতে সাহায্য তুলে দিলেন এর পাশাপাশি সোনারপুর এলাকার একটি ত্রাণ শিবিরে গিয়ে তিনি রান্নার কাজে হাত লাগান। নিজের হাতেই ডিমের ঝোল রান্না করলেন তিনি।

  • 4/8

দক্ষ হাতে সামলালেন সে সব। তাঁর (Sonarpur Dakshin TMC MLA Lovely Maitra) রান্না করা খাবার খেয়ে পেট যতটা না ভরেছে, তার থেকে বেশি তৃপ্তি পেয়েছেন মানুষ।

  • 5/8

গত সোমবার সকাল থেকেই লাভলি (Sonarpur Dakshin TMC MLA Lovely Maitra) কার্যত সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন। সব সময় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিধায়ক। যে এলাকায় একেবারে মানুষ জলবন্দি হয়ে পড়েছেন, তাদের দ্রুত উদ্ধার করে ত্রাণ শিবিরে আনার ব্যবস্থাও করেন তিনি।

  • 6/8

স্থানীয় বাসিন্দারা বলছেন, জনপ্রতিনিধিদের এমনই তো ভূমিকায় দেখতে চান মানুষ। তাঁরা যদি পাশে এসে দাঁড়ান তা হলে তো অনেকটা বল পাওয়া যায় বুকে।

  • 7/8

খালি ভোটের সময় আসবেন। আর কোনও সময় তাঁদের দেখা পাওয়া যাবে না, তা কি মানা যায়? লাভলি সুন্দর উদাহরণ তৈরি করেছেন। দুর্যোগের মাঝে প্রশান্তি উপহার দিয়েছেন।

  • 8/8

গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন অংশে তুমুল বৃষ্টি হয়েছে। আর তার জেরে অনেক এলাকা ভেসে গিয়েছে বলা যেতে পারে। বহু মানুষ সমস্যায় পড়েছেন। অনেক জায়দায় এখনও জল জমে রয়েছে। সেই জল না সরলে তাদের সমস্যা কমবে না।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement