Advertisement

পশ্চিমবঙ্গ

মিনি টনের্ডো: কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড খড়গপুরের গ্রাম, দেখুন

শাজাহান আলী
  • খড়গপুর ,
  • 22 Sep 2021,
  • Updated 6:52 PM IST
  • 1/7

 মাত্র কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ে তছনছ গোটা গ্রাম। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত পূর্ব আম্বা গ্রামের। 

  • 2/7

নিম্নচাপের কারণে কিছুদিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আর সেই বৃষ্টির মধ্যেই গতকাল রাতে পূর্ব আম্বা গ্রামে হঠাৎ করেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। 
 

  • 3/7

এলাকাবাসীর দাবি, কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই ঝড়। তবে তাতেই লণ্ডভণ্ড করে দেয় সব। এলাকা তছনছ হয়ে যায়।

  • 4/7

সামনে এসেছে ওই গ্রামের ছবি। দেখা যাচ্ছে, একাধিক বড় বড় গাছ ভেঙে পড়েছে। উড়ে গিয়েছে টিনের চাল। 
 

  • 5/7

সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে কাঁচাবাড়িগুলো। টিন বা টালির ছাদ উড়ে গিয়েছে। অনেক বাড়ির দেওয়ালও ভেঙে পড়েছে।  
 

  • 6/7

প্রশাসনিক সূত্রে  ঘূর্ণিঝড়ে প্রায় ৭০-৭৫ টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ঝড়ে বেশকিছু বাড়ির উপর গাছ পড়ে গিয়েছে। 

  • 7/7

প্রসঙ্গত, দিন সাতেক আগেই পশ্চিম মেদিনীপুরের  নারায়ণগড়ে টর্নেডো ধেয়ে এসেছিল। মিনিট কয়েক স্থায়ী হয় ঝড়টি। কিন্তু মুহূর্তের তাণ্ডবে পুরিচকের মদন মোহন চক এলাকায় তছনছ হয়ে যায়। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement