Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Monsoon Update: উত্তরে সামান্য উন্নতি, দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2022,
  • Updated 5:03 PM IST
  • 1/9

বহু প্রতিক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে এসে পৌঁছেছে বর্ষা। গত কয়েকদিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণের একাধিক প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। 
 

  • 2/9

এদিনও সকাল থেকেই কলকাতা এবং পার্শ্বর্তী অঞ্চলের আকাশ মেঘলা ছিল। আজকে দিনভরই আকাশ মেঘলা থাকবে বলেই মনে করা হচ্ছে।
 

  • 3/9

এদিকে উত্তরবঙ্গে জারি রয়েছে দুর্যোগ।  বর্ষার প্রবল বৃষ্টির জেরে বানভাসি পরিস্থিতি সেখানে। 
 

  • 4/9

তবে হাওয়া অফিস জানিয়েছে  উত্তরবঙ্গে আজ অর্থাৎ বুধবার বৃষ্টি একটু কম হবে। শুধু দার্জিলিং ও কালিম্পং-এর কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি চলবে। 

  • 5/9

২৫ তারিখ থেকে আবার আলিপুরদুয়ার , কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। উত্তরের নীচের জেলা অর্থাৎ দুই দিনাজপুর ও মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

  • 6/9

আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  
 

  • 7/9

তবে দক্ষিণবঙ্গে ভারী  বৃষ্টি নেই এখনই। বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি চলবে। যদিও দুই মেদিনীপুরে  বৃষ্টি একটু বেশি হবে।  

  • 8/9

আগামী পাঁচ দিন কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 9/9

দক্ষিনবঙ্গে রাতের তাপমাত্রা একটু বাড়বে মেঘলা আকাশের জন্য। তবে আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না দুই বঙ্গে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement