Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: রাজ্যের এই ৫ জেলায় চলবে ভারী বৃষ্টি, গরমের অস্বস্তি কমবে কলকাতায়?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2022,
  • Updated 6:40 AM IST
  • 1/10

উত্তরবঙ্গে যেখানে আরও বৃষ্টির পূর্বাভাস সেখানে দক্ষিণবঙ্গের জন্য পৃথক খবর শোনাল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টির পরিমাণ এবার কিছুটা কমবে দক্ষিণের জেলাগুলিতে। 

  • 2/10


হাওয়া  অফিস জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে অনেকটা উত্তরে সরে গিয়েছে এবং বর্তমানে হিমালয়ের কাছাকাছি অবস্থান করছে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আগামী কয়েকদিনে কিছুটা বাড়বে।
 

  • 3/10

মৌসুমী অক্ষরেখা সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হবে।
 

  • 4/10

ফলে আগামী কয়েকদিন দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

  • 5/10


কলকাতার ক্ষেত্রেও ছবিটা বদলাচ্ছে না, মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 6/10

আপাতত পশ্চিমবঙ্গ উপকূলের কাছে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত নেই। যে কারণে অস্বস্তির আবহাওয়ার  মধ্যেই কাটাতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।
 

  • 7/10

আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তাপমাত্রারও কোনও পরিবর্তন হবে না। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
 

  • 8/10

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার – পাঁচ দিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলা, অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার – এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 9/10

উত্তরের বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়  বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
 

  • 10/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement