Advertisement

পশ্চিমবঙ্গ

Monsoon Update: উত্তরবঙ্গে বর্ষার আগমনের পথ মসৃণ, কী খবর দক্ষিণবঙ্গে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2022,
  • Updated 7:45 AM IST
  • 1/13

আন্দামানের পর  কেরলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। বর্তমানে তা আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে। 

  • 2/13

আগামী কিছু দিনের মধ্যে দেশের একটা বড় অংশে মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবমন। এর মধ্যে রয়েছে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিও।

  • 3/13

 উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী ৩-৪ দিনের মধ্যে বর্ষার আগমন হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
 

  • 4/13


এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  এই মুহুর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের উপরে, এছাড়া আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এর জেরে  বাংলায় আগামী ২ দিনে ২ ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে।

  • 5/13

 কলকাতার ক্ষেত্রেও ১ থেকে ২  ডিগ্রি তাপমাত্রা বাড়বে ।  তবে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বিশেষ করে বিকালের দিকে ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টি হতে পারে।

  • 6/13

আজ  কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে তাপমাত্রা বাড়ার জন্য আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। এদিন শহরের  সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩  ডিগ্রি সেলসিয়াল, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি  বেশি বলছে  হাওয়া অফিস। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১  ডিগ্রি বেশি। 

  • 7/13


রাজ্যের  পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। 

  • 8/13

উত্তরবঙ্গে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছ। আগামী দুদিন এমনটাই থাকবে। তবে তৃতীয় দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 
 

  • 9/13

 আগামী তিন থেকে চারদিনের মধ্যে  উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে, এটাই উত্তরবঙ্গে এই বৃষ্টির মূল কারণ হবে ।
 

  • 10/13


সাধারণভাবে উত্তরবঙ্গে বর্ষার আগমন হয় দক্ষিণবঙ্গের আগে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকে উত্তর-পূর্বের রাজ্যগুলির মাধ্যমে। ত্রিপুরা, মিজোরাম, অরুণচল প্রদেশে বর্ষার প্রবেশের পরে অসমে প্রবেশ করে। অসমের পশ্চিমাংশে বর্ষার আগমন হলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে বর্ষার আগমন হয়। 

  • 11/13

আবহবিদদের একাংশ মনে করছেন,  এই সপ্তাহের না হলেও সামনের সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষার আগমন হতে পারে। 
 

  • 12/13

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণবঙ্গে সাধারণভাবে ১০ থেকে ১৪ জুনের মধ্যেবর্ষার আগমন হয়। তবে এবারের কথা এখনই বলা যাচ্ছে না। এখনও পর্যন্ত নিচুর দিকে মেঘ তৈরিই হয়নি। মেঘ রয়েছে মধ্য ও ওপরের স্তরে। দক্ষিণবঙ্গে ঠিক কবে বর্ষার আগমন হবে, তা এখনই বলতে পারছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা।

  • 13/13

এদিকে মৌসম ভবন জানিয়েছে, দেশের পূর্বের রাজ্যগুলি, যেমন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 

Advertisement
Advertisement