Advertisement

পশ্চিমবঙ্গ

জয় জওয়ান! গভীর রাতে ফিরল সুবোধের কফিনবন্দি দেহ, শোকস্তব্ধ তেহট্ট

  • 1/7

ভারতীয় সেনাবাহিনীর শহিদ সুবোধ ঘোষের কফিনবন্দি দেহ এল নদিয়ার বাড়িতে। গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েন। সুবোধ ঘোষকে শেষবারের জন্য দেখতে উপচে পড়েন গোটা গ্রামের লোক।

  • 2/7

জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তান হামলা চালিয়েছিল। সেই হামলায় ভারতীয় সেনাবাহিনীর তিনজন সেনা এবং একজন BSF সাব ইন্সপেক্টর সহ মোট দশজন শহিদ হয়েছিলেন। এই তালিকায় সুবোধও ছিলেন।

  • 3/7

নদিয়ার তেহট্টের বাসিন্দা সুবোধ ঘোষ। মাত্র ২৪ বছরের সুবোধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তেহট্টের রঘুনাথপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।

  • 4/7

জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীতে গানারের পদে ছিলেন সুবোধ। গতবছর জুলাই মাসে বাড়ি এসেছিলেন তিনি। বিয়েও করেছিলেন তখনই। তাঁর তিন মাসের একটি কন্যাসন্তানও রয়েছে।

  • 5/7

জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীতে গানারের পদে ছিলেন সুবোধ। গতবছর জুলাই মাসে বাড়ি এসেছিলেন তিনি। বিয়েও করেছিলেন তখনই। তাঁর তিন মাসের একটি কন্যাসন্তানও রয়েছে।

  • 6/7

অন্যদিকে সুবোধ ঘোষের স্ত্রী অনিন্দিতা জানালেন, বিগত কয়েকদিন ধরেই তাঁর মেয়ের শরীরটা খারাপ যাচ্ছিল। সেকারণে ফোনের মাধ্যমে বারবার খবরও নিচ্ছিলেন। কিন্তু, গত শুক্রবার থেকেই তাঁর ফোন বন্ধ আসছিল।

  • 7/7

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সুবোধকে গার্ড অফ অনার দেওয়া হয়। ২০১৬ সালে বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মে যোগদান করেন সুবোধ। এরপর পঞ্জাবে অনুশীলন সমাপ্ত করার পর জম্মু কাশ্মীরে পোস্টিং হয় তার।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement