Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙড় পরিদর্শন সাংসদ মিমি চক্রবর্তীর

সূর্যাগ্নি রায় / প্রসেনজিৎ সাহা
  • কলকাতা,
  • 20 Sep 2021,
  • Updated 8:29 PM IST
  • 1/6

রবিবার থেকে প্রবল বৃষ্টিতে জলের তলায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বিভিন্ন এলাকা। এলাকা পরিদর্শনে হাজির হন যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।

  • 2/6

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙড়ে আসেন মিমি চক্রবর্তী। সোমবার বিকেলে প্রথমে তিনি ভোজেরহাটে আসেন। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
 

  • 3/6

সেখান থেকে তিনি ভাঙড়ের মরিচা গ্রামে যান। মরিচা গ্রামে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যান মিমি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন। 
 

  • 4/6

এর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দেন তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার জন্য। 
 

  • 5/6

এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ মানুষদের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়ার কথাও বলেন তিনি। 
 

  • 6/6

মরিচা গ্রাম থেকে মিমি চক্রবর্তী চরিশ্বর গ্রামে যান। সেখানে গিয়ে আরাবুল ইসলামকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement