Advertisement

পশ্চিমবঙ্গ

বর্ধমান মেডিক্যালে জুনিয়র ডাক্তারের রহস্য মৃত্যু, আত্মহত্যা না খুন?

সুজাতা মেহরা
  • 11 Aug 2021,
  • Updated 9:27 AM IST
  • 1/6

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এক জুনিয়র চিকিৎসকের মৃত্যু ঘিরে ক্রমে দানা বাঁধছে রহস্য। 

  • 2/6

বুধবার মেডিক্যাল কলেজেক  তিন নম্বর হস্টেলের পেছন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই  জুনিয়র ডাক্তারকে। পরে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়  বলে জানা গেছে। 
 

  • 3/6

মৃত জুনিয়র চিকিৎসকের  নাম শেখ মোবারক হোসেন। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাটে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের হাউস স্টাফ ছিলেন তিনি। 

  • 4/6

 খুনের অভিযোগ করেছেন মৃতের পরিবারের লোকেরা। মৃত চিকিৎসকের বাবা শেখ হাফিজুল ইসলাম জানান তাকে খবর দেওয়া হয়েছিল, ছেলে গুরুতর অসুস্থ । তিনি এসে দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
 

  • 5/6

মৃতের বাবা আরও বলেন, তাঁর ছেলেকে খুন  করা হয়েছে । কারন উপর থেকে কেউ ঝাঁপ দিলে যে রকম আঘাত শরীরে থাকে সে রকম আঘাত নেই , বরং তার ছেলের ঘাড়ে আঘাত রয়েছে ও  টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন শরীরে রয়েছে।

  • 6/6


হস্টেল বিল্ডিং-এর ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ - খতিয়ে দেখছে পুলিশ। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement