Advertisement

পশ্চিমবঙ্গ

সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ, TMC-BJP সংঘর্ষ হাঁসখালিতে, গুলিবিদ্ধ ৪

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • হাঁসখালি,
  • 26 Sep 2021,
  • Updated 11:32 AM IST
TMC-BJP clash
  • 1/8

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে বারবার সুর চড়াচ্ছে বিরোধী বিজেপি। আর এই আবহেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার হাঁসখালি থানার কৈখালী। ঘটনায় চারজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
 

  • 2/8

অভিযোগ, কৈখালীর বিজেপি নেতা বিমল বিশ্বাস হাসখালি ব্লকের বেনালি স্কুলের টিচার ইন চার্জ। অভিযোগ তিনি অবৈধ ভাবে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বাড়ি থেকে বিক্রি করে দিচ্ছিলেন। 
 

  • 3/8

ওই বুথের তৃণমূল সভাপতি শিলা বিশ্বাস-সহ অন্যান্যরা প্রতিবাদ জানালে শনিবার রাতে গন্ডগোলের সৃষ্টি হয়। অভিযোগ সেই সময় বিমল বিশ্বাসের ভাই তপন বিশ্বাস তাদেরকে লক্ষ্য করে গুলি চালান। শিলা বিশ্বাস ও তার ছেলে গুলিতে জখম হন। 
 

  • 4/8

প্রথমে তৃণমূলের শিলা বিশ্বাস ও তার ছেলে এবং বিজেপির  কর্মী দেবর্ষি বিশ্বাসকে শক্তিনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে দেবর্ষির  অবস্থা আশঙ্কাজনক  হওয়ায় কলকাতায় রেফার করা হয়। বাকিরা শক্তিনগর হাসপাতালেই  চিকিৎসাধীন আছেন। 
 

  • 5/8

এর কিছুক্ষণ  পরেই বিজেপি কর্মী তপন বিশ্বাসকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন দলীয় কর্মীরা। অভিযোগ সেই সময়ে তৃণমূল কর্মীরা তাকে ভর্তি হতে বাধা দেয়। তৃণমূলের অভিযোগ তপন বিশ্বাস গুলি চালিয়েছে এবং এখন আহত হওয়ার নাটক করছে। এই নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে শক্তিনগর হাসপাতালেই হাতাহাতি শুরু হয়ে যায়। 

  • 6/8

কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • 7/8

এরপর রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সমীর পোদ্দারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। দুষ্কৃতীদের গ্রেফতারের  দাবি জানিয়ে তারা হাসপাতালের সামনে ধর্নায় বসেন। পরে বিশাল পুলিশবাহিনী তাদের হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • 8/8

বিজেপির দাবি, সাইকেল বিক্রির বিষয় মিথ্যা অভিযোগ করছে তৃণমূল। উল্টে তৃণমূলই গুলি চালিয়েছে। এমনকি প্রাক্তন বিধায়ক হাসপাতালে গিয়ে তাণ্ডব চালায়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement