Advertisement

পশ্চিমবঙ্গ

বাবা মা নেই, চার দুঃস্থ ছাত্রছাত্রীর পাশে ক্রিকেটার ঋদ্ধিমানের পরিবার

  • 1/10

শিলিগুড়িতে চার দুঃস্থ শিশুর পড়াশোনার খরচ চালাতে, তাদের পাশে দাঁড়ালেন জাতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহার কাকা সুশান্ত রায়।

  • 2/10

শুক্রবার ঘোষপুকুর-আমবাড়ি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক ক্রিকেটার ঋদ্ধিমান সাহার পরিবারের পক্ষ থেকে সাহায্য়ের হাত বাড়িয়ে দেওয়া হয়।

  • 3/10

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাধ্যমে একটি দুঃস্থ পরিবারের চার জন অনাথ ছাত্রছাত্রীদের পড়াশুনার খরচ চালানোর জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

  • 4/10

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ সভাপতি স্বপনেন্দু নন্দী জানান, ওই ছাত্রছাত্রীদের মা ও বাবা দুজনেই অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন।

  • 5/10

বর্তমানে তাদের বাড়িতে দেখাশোনার মতো কেউ নেই। চার ভাইবোন কোনও রকমে অর্ধাহারে বা কোনওদিন অনাহারে দিনযাপন করছে।

  • 6/10

বিদ্যালয়ের মাধ্যমে খবর পেয়ে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলা কমিটির তরফে সাহায্য়ের হাত বাড়িয়ে দেওয়া হয়।

  • 7/10

সংগঠনের কার্যকরী সভাপতি ডঃ গোপাল দে জানান, যে অর্থ সাহায্যের পাশাপাশি ওই চার অনাথ শিশুদের বেশ কিছুদিন চলার জন্য শুকনো খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।

  • 8/10

একই সঙ্গে ওদের থাকার জন্য কোনও বিশ্বাসযোগ্য অনাথ আশ্রম বা মিশনের খোঁজ চালানো হচ্ছে। যতদিন না ওই বাচ্চাদের পড়াশুনা ও থাকার নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে, ততদিন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরাই ওদের দেখাশোনার দায়িত্ব পালন করবেন।

  • 9/10

কোনও সহৃদয় মানুষ বা প্রতিষ্ঠানের তরফে কেউ এগিয়ে এলে ভালো হয় বলে জানান স্বপনেন্দুবাবু। তিনি জন সাধারণের কাছে আবেদন জানিয়েছেন।

  • 10/10

প্রসঙ্গত, বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে গত দু মাস ধরে কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সময় থেকেই দার্জিলিং জেলার বিভিন্ন ব্লকের গ্রামীণ এলাকায় ধারাবাহিকভাবে জনসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে। এদিন উপস্থিত ছিলেন আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আস্তিক মন্ডল, ঋদ্ধিমান সাহার কাকা শ্রী সুশান্ত রায়, ঘোষপুকুর বিজ্ঞান সভার সভাপতি শ্রী অচিন্ত্য কুমার রায়, সহ সম্পাদক দিব্যেন্দু রায়, দার্জিলিং জেলা কমিটির সম্পাদক দেবর্ষি ভট্টাচার্য।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement