Advertisement

পশ্চিমবঙ্গ

North Bengal Tourism : দোলে উত্তরবঙ্গ যাবেন? এখনই হোটেল বুক করুন, মাত্র কয়েকটা ঘর খালি

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 13 Mar 2022,
  • Updated 7:16 PM IST
  • 1/7

হোলির (Holi 2022) আগেই পর্যটকদের ভিড়ে ঠাসা উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স (North Bengal Tourism)। ইতিমধ্যে অধিকাংশ হোটেলের বুকিং প্রায় শেষ। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবারও উত্তরবঙ্গে ফিরছেন দেশি-বিদেশী পর্যটকরা। যার জেরে কিছুটা স্বস্তি পেয়েছেন উত্তরবঙ্গের ট্যুর অপারেটররা। 

  • 2/7

করোনার কারণে লকডাউনে গত ২ বছরেরও বেশি সময় ধরে ব্যাপক ধাক্কা খেয়েছে উত্তরবঙ্গের পর্যটন শিল্প। তবে করোনার তৃতীয় ঢেউয়ের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের উত্তরবঙ্গ মুখী হতে শুরু করেছে পর্যটকরা। তাতেই কিছুটা আশার আলো দেখছেন উত্তরবঙ্গের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ট্যুর অপারেটররা। 

  • 3/7

এমনিতেই উত্তরবঙ্গের অর্থনীতির একটি অন্যতম প্রধান স্তম্ভ পর্যটন শিল্প। এর সঙ্গে জড়িত উত্তরবঙ্গের কয়েক লক্ষ মানুষ। তবে গত দু'বছর লকডাউনের কারণে এই শিল্পে বড়সড় আঘাত এসেছে। যার ফলে অনেকে পেশাও বদলে ফেলেছেন। 

  • 4/7

তবে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে ফের হোলিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে পর্যটকদের। ইতিমধ্যেই অধিকাংশ হোটেলের সমস্ত রুম প্রায় বুকিং হয়ে গিয়েছে।

  • 5/7

সূত্রের খবর, উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স মিলিয়ে প্রায় ৯০% হোটেলের বুকিং শেষ। পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণের গাড়িও বুকিং হয়েছে অনেকটাই। 

  • 6/7

অ্যাসোসিয়েশন ফর কন্সারভেশন অফ ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু বলেন, হোলিকে কেন্দ্র করে গোটা উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স এলাকার সমস্ত হোমস্টে বুকিং ১০০% হয়ে গিয়েছে। হোটেল গুলির বুকিংও প্রায় শেষ। সেই সঙ্গে গাড়ির বুকিংও হয়ে গিয়েছে। সব মিলিয়ে, দোলকে ঘিরে বেশ জমজমাট উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলি।

আরও পড়ুনNeem Tree : বাড়িতে নিম গাছ লাগান, পাবেন প্রচুর সুবিধা

  • 7/7

অন্যদিকে হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, দোল উৎসবকে কেন্দ্র করে এই এক সপ্তাহের বুকিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। এর মাধ্যমে উত্তরবঙ্গের পর্যটন কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে বলেই আশাবাদী তাঁরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement