Advertisement

পশ্চিমবঙ্গ

হলুদ সুতোর রাখি নয়, সাদা কাপড়ের মাস্ক উঠল রাইমার মুখে, উৎসব হবে, বললেন অরূপ

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 22 Aug 2021,
  • Updated 3:17 PM IST
  • 1/10

রবীন্দ্রনাথ চালু করেছিলেন হলুদ সুতোর রাখি। মৈত্রীর বন্ধন হিসেবে তিনি সবার জন্য রাখিকে প্রচলিত করে দিয়েছিলেন ধর্মীয় রীতির বন্ধন মুক্ত করে।

  • 2/10

এবার রাজ্য জুড়ে বিজেপির নেতা-কর্মীরা পৃথক উত্তরবঙ্গ তৈরির জন্য উঠে পড়ে লেগেছে। ফলে এবারের রাখি কি ফের বঙ্গভঙ্গ রদের বিরুদ্ধে সরকারি জেহাদ ? 

  • 3/10

প্রশ্নের উত্তরে অবশ্য সাবধানী রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তিনি অবশ্য সংখ্যালঘুদের কথার কোনও উত্তর দেওয়ার দরকার নেই বলে জানিয়ে দিয়েছেন।

  • 4/10

তবে রাখির ধরণে অবশ্য অভিনবত্ব এনেছেন তাঁরা। হলুদ সুতোর রাখির পরিবর্তে সাদা কাপড়ের মাস্কই এবারের তাঁদের রাখি বন্ধনের থিম।

  • 5/10

রবিবার কলকাতায় সরকারিভাবে রাখি বন্ধন এর সূচনা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি সুন্দরী অভিনেত্রী রাইমা সেনকে মাস্ক পরিয়ে উৎসবে অন্য মাত্রা এনে দেন।

 

  • 6/10

রাখি বন্ধনেও এদিন বাদ পড়লো না কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রসঙ্গ। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের অভিযোগ কেন্দ্র পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না বাংলাকে।

  • 7/10

রাজ্য সরকার কিনতে চাইলেও তার অনুমোদন দিচ্ছে না মোদী সরকার। তার উপর অন্য রাজ্যগুলোর তুলনায় বাংলা কম মানুষ ভ্যাকসিন পাচ্ছেন।

  • 8/10

এবার পশ্চিম বাংলার সরকার সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্য জুড়ে মাস্ক বন্ধন উৎসব পালন করবে তারা। বাংলার মানুষ রাখির বদলে মাস্ক পড়াবেন একে অপরকে।

  • 9/10

সেই রকমই নেতাজি ইনডোর স্টেডিয়ামে সংস্কৃতি উৎসবের আয়োজন করেছিল যুব কল্যাণ দফতর। সেইখানে উপস্থিত হয়ে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ করেন মন্ত্রী অরূপ।

  • 10/10

এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিল্পী রাইমা সেন। Corona  কালে রাজ্য সরকারের মাস্ক বন্ধনের প্রশংসা সোনা যায় অভিনেত্রীর গলায়। সারা রাজ্য জুড়ে প্রায় ৬ লক্ষ ৩৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে রাখি উৎসব এর দিনে। এখানে ও  অতিথিদের মুখে মাস্ক পরিয়ে বরণ করা হয়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement