Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : বারাসতে ৭৫ ঊর্ধ্বরা দৌড়লেন ম্যারাথনে, দেখুন ছবি

দীপক দেবনাথ
  • বারাসত,
  • 15 Aug 2021,
  • Updated 3:28 PM IST
  • 1/5

৭৫তম স্বাধীনতা (75th Independence Day) দিবস উদযাপন করছে গোটা দেশ। সেই উপলক্ষ্যে এবার ম্যারাথনে দৌড়লেন ৭৫-এর বেশি বয়সের মহিলারা। 

  • 2/5

প্রাথমিকভাবে অবাক লাগলেও, এটাই বাস্তব। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এমনই এক ম্যারাথনের আয়োজন করল বারাসাত আইডিয়াল অ্যাথলেটিক ক্লাব। 

  • 3/5

বিগত কয়েকবছর ধরে অবশ্যে 'Run For Freedom Fighters' নামে আয়োজিত হয়ে চলেছে এই ম্যারাথন। তবে এবার তা বদলে গিয়ে হয়েছে '৭৫-এ ৭৫'।

  • 4/5

ম্যারাথনের যাঁরা অংশ নিয়েছেন তাঁদের মোট ৬টি বিভাগে ভাগ করা হয়েছে। সেখানে ছিলেন ৭৫ বছরের চেয়েও বেশি বয়সি মহিলারা। কারও কারও বয়স তো ৮০-র বেশি বলেও জানাচ্ছেন উদ্যোক্তারা। 

  • 5/5

এদিন বারাসতের সৈনিক নগর থেকে শুরু হয়ে হেলাবটতলায় শেষ হয় এই ম্যারাথন। তবে শুধু এই ম্যারাথনই নয়, সারাবছর আরও সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে বারাসতের এই ক্লাবটি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement