Advertisement

পশ্চিমবঙ্গ

মৃতার শরীর থেকে কিডনি বের করার অভিযোগ, ভদ্রেশ্বরে ব্যাপক উত্তেজনা

ভোলানাথ সাহা
  • ভদ্রেশ্বর,
  • 30 May 2021,
  • Updated 4:25 PM IST
  • 1/5

মৃত রোগীর কিডনি বের করে নেওয়ার অভিযোগ উঠল চন্দননগর হাসপাতালের (Chandannagar Hospital) বিরুদ্ধে। ঘটনার পেক্ষিতে উত্তাল হুগলির ভদ্রেশ্বর (Bhadeshwar) থানার অন্তর্গত তেলিনিপাড়া সেগুনবাগান এলাকা। দফায় দফায় পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখান রোগীর পরিজন ও স্থানীয় লোকেরা। পরে ভদ্রেশ্বর থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

  • 2/5

জানা গিয়েছে, ভদ্রেশ্বর তেলিনিপাড়ার বাসিন্দা রুবিয়া খাতুনকে শারীরিক অসুস্থতার কারনে শনিবার দুপুরে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যা ৭ টা নাগাদ হাসপাতাল থেকে বাড়িতে খবর দেওয়া হয় মারা গিয়েছেন রুবিয়া। 

  • 3/5

খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছান মৃতার পরিবারের সদস্যরা। মৃতদেহ নিয়ে সেগুনবাগানে ফিরে যান তাঁরা। এরপর কবর দেওয়ার সময় পেটের কাছে কিডনির স্থানে কাটা দাগ দেখতে পান পরিবারের সদস্যরা।

  • 4/5

 সেই দৃশ্য দেখেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। বিষয়টি জানাজানি হতেই জড়ো হন বহু মানুষ। পরিবারের অভিযোগ রুবিয়ার কিডনি বের করে নেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

  • 5/5

পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি ভুল বোঝাবুঝি হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতালে সুপার বা সহকারি সুপারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement