একটি পূর্ণ বয়স্ক বাঘের মৃত্যু হল সুন্দরবনে (Sundarbans)। আজ রবিবার সকালে ১১ -১২ বছরের একটি পূর্ণ বয়স্ক পুরুষ বাঘকে (Royal Bengal Tiger) সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের হরিখালি ক্যাম্পের পুকুর পাড়ে শুয়ে থাকতে দেখেন বনকর্মীরা।
বাঘটিকে দেখে ভীষণ অসুস্থ মনে হয় বনকর্মীদের। সঙ্গে সঙ্গে তাঁকে পানীয় জল ও খাবার দেওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু বাঘটি তা খেতে পারেনি।
তড়িঘড়ি বাঘটিকে উদ্ধার করে সজনেখালি ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন বনকর্মীরা। কিন্তু পথেই মৃত্যু হয় বাঘটির।
প্রসঙ্গত ঘূর্ণিঝড় ইয়াসের ফলে প্রবল জলস্ফীতি হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। তার ফলে জঙ্গলের বিভিন্ন প্রান্তে জল ঢুকে যায়। যার জেরে ছড়িয়ে ছিটিয়ে যায় বহু বন্য প্রাণী।
ঝড়ের দিনই সুন্দরবনের বিভিন্ন এলাকা এবং লোকালয় থেকে বেশ কয়েকটি হরিণ ও কুমির উদ্ধার হয়। তবে বাঘের খবর সেভাবে পাওয়া যায়নি।
এদিন সকালে এই বাঘটিকে অসুস্থ অবস্থায় পাওয়া গেল। নোনা জলের দাপটেই অসুস্থ হয়ে বাঘটির মৃত্যু হল বলে প্রাথমিক অনুমান বন দফতরের।