Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : সমস্ত চেষ্টা ব্যর্থ, সুন্দরবনে পূর্ণ বয়স্ক বাঘের মৃত্যু

প্রসেনজিৎ সাহা
  • সুন্দরবন,
  • 30 May 2021,
  • Updated 5:00 PM IST
  • 1/6

একটি পূর্ণ বয়স্ক বাঘের মৃত্যু হল সুন্দরবনে (Sundarbans)। আজ রবিবার সকালে ১১ -১২ বছরের একটি পূর্ণ বয়স্ক পুরুষ বাঘকে (Royal Bengal Tiger) সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের হরিখালি ক্যাম্পের পুকুর পাড়ে শুয়ে থাকতে দেখেন বনকর্মীরা।

  • 2/6

বাঘটিকে দেখে ভীষণ অসুস্থ মনে হয় বনকর্মীদের। সঙ্গে সঙ্গে তাঁকে পানীয় জল ও খাবার দেওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু বাঘটি তা খেতে পারেনি। 

  • 3/6

তড়িঘড়ি বাঘটিকে উদ্ধার করে সজনেখালি ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন বনকর্মীরা। কিন্তু পথেই মৃত্যু হয় বাঘটির। 

  • 4/6

প্রসঙ্গত ঘূর্ণিঝড় ইয়াসের ফলে প্রবল জলস্ফীতি হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। তার ফলে জঙ্গলের বিভিন্ন প্রান্তে জল ঢুকে যায়। যার জেরে ছড়িয়ে ছিটিয়ে যায় বহু বন্য প্রাণী।

  • 5/6

ঝড়ের দিনই সুন্দরবনের বিভিন্ন এলাকা এবং লোকালয় থেকে বেশ কয়েকটি হরিণ ও কুমির উদ্ধার হয়। তবে বাঘের খবর সেভাবে পাওয়া যায়নি।

  • 6/6

এদিন সকালে এই বাঘটিকে অসুস্থ অবস্থায় পাওয়া গেল। নোনা জলের দাপটেই অসুস্থ হয়ে বাঘটির মৃত্যু হল বলে প্রাথমিক অনুমান বন দফতরের। 

Advertisement
Advertisement