Advertisement

পশ্চিমবঙ্গ

Petrol Diesel Price : প্রতিবাদ মিছিলে পুলিশ-BJP ধ্বস্তাধস্তি বারুইপুরে, তুমুল উত্তেজনা

প্রসেনজিৎ সাহা
  • বারুইপুর,
  • 14 Nov 2021,
  • Updated 9:54 PM IST
  • 1/13

BJP on Petrol Diesel Price: প্রতিবাদ মিছিল নিয়ে পুলিশ বিজেপি ধ্বস্তাধস্তি বারুইপুরে। 

  • 2/13

পেট্রোল এবং ডিজেলের মূল্য কমানোর দাবিতে বারুইপুরে বিজেপির প্রতিবাদ মিছিল ঘুরে পুলিশ বিজেপি ধ্বস্তাধস্তি বারুইপুরে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumdar)-এর নেতৃত্বে রবিবার বেলা বারোটা নাগাদ এই মিছিল শুরু হয়।

  • 3/13

বারুইপুরে বিজেপির জেলা কার্যালয় থেকে শুরু হয় সেই কর্মসূচি। তবে অভিযোগ, মিছিল কিছুটা এগোতেই বারুইপুর রেলওয়ে ওভারব্রিজের মুখে মিছিল আটকে দেয় পুলিশ।

  • 4/13

মিছিল নিয়ে বারুইপুর শহরের মধ্যে যাতে বিজেপি কর্মীরা প্রবেশ করতে না পারেন পুলিশ সে কারণে মিছিল আটকায়। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এবং চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। 

  • 5/13

দীর্ঘক্ষণ ধরে চলে ধস্তাধস্তি। অবশেষে মিছিল নিয়ে এগোতে না পেরে বিজেপি কর্মীরা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে ওঠে বিক্ষোভ। 

  • 6/13

এদিনের প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দেন বিজেপির রাজ্য সভাপতি (BJP State President Sukanta Majumdar)।

  • 7/13

রবিবার সকাল থেকেই পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিলে অংশগ্রহণ করতে বিজেপির জেলা কার্যালয়ে  প্রচুর কর্মী সমর্থকদের জমায়েত শুরু হয়।

  • 8/13

বেলা বারোটা নাগাদ সেখানে এসে পৌঁছন রাজ্য সভাপতি (BJP State President Sukanta Majumdar)। তখনই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল প্রায় দু কিলোমিটার হেঁটে বারুইপুর রেল ওভার ব্রিজের সামনে পৌঁছতেই পুলিশ সেই মিছিল আটকায়।

  • 9/13

বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানা থেকে প্রচুর পরিমাণ পুলিশ এই মিছিল আটকাতে উপস্থিত ছিল সেখানে।

  • 10/13

প্রচুর মহিলা পুলিশ ও মোতায়েন করা হয়েছিল। পুলিশের মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি।

  • 11/13

গত কয়েকদিন লাগাতার বেড়েই চলেছিল জ্বালানির দাম (Petrol-Diesel Price Hike)। যার জেরে নাজেহাল মানুষ। কারণ জ্বালানির দাম বাড়লে সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বাকি জিনিসের দাম। বেড়ে যায় পরিবহণ খরচ।

  • 12/13

তবে এরই মাঝে কেন্দ্র জ্বালানিতে কর ছাড়ের কথা ঘোষণা করে। খানিকটা রেহাই পায় মানুষ।

  • 13/13

দিন কয়েক আগেই বিজেপি ঘোষণা করেছিল জ্বালানির ওপর থেকে ভ্য়াট কমাতে হবে। আর তা হলে তরা আন্দোলন করবে।

Advertisement
Advertisement