Advertisement

পশ্চিমবঙ্গ

Pujo Special NBSTC Bus: পুজো স্পেশাল প্যাকেজে NBSTC-র বাসে গ্যাংটক, কবে শুরু বাস পরিষেবা?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 10 Sep 2025,
  • Updated 2:38 PM IST
  • 1/10

NBSTC ফের চালু করল 'সবুজ পথের হাতছানি' প্যাকেজ। যার মাধ্যমে সুযোগ মিলবে বাসে চেপে সিকিম পৌঁছনোর। দুর্গাপুজোর মুখে এই দুর্দান্ত অফার আনল রাজ্য পরিবহণ দফতর। ফলে এবার পুজোয় যারা সিকিম যাওয়ার পরিকল্পা করে রেখেছেন, তাদের পোয়াবারো। সরকারি বাসে চেপেই সোজা পৌঁছে যাওয়া যাবে গ্যাংটক। 
 

  • 2/10

পরিবহণ দফতর জানিয়েছে, বিশ্বকর্মা পুজোর পর থেকেই চালু হচ্ছে এই 'সবুজ পথের হাতছানি' প্যাকেজ। যার মাধ্যমে মিলবে NBSTC-র বাস পরিষেবাও। 
 

  • 3/10

পুজোর আগে 'সবুজের পথে হাতছানি' প্যাকেজ নিয়ে পর্যটকদের মধ্যেও উৎসাহ তুঙ্গে। আরও পর্যটক টানতে কী কী উদ্যোগ নেওয়া হবে তা জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। 
 

  • 4/10

পর্যটক টানতে উত্তরবঙ্গে বিভিন্ন রেলস্টেশন, বাসস্ট্যান্ডে মাইকিং এবং লিফলেট বিলি করা হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রচার করা হবে এই পুজো স্পেশাল প্যাকেজ সম্পর্কে। 
 

  • 5/10

NBSTC-র পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন এবং অফলাইন, দু'ভাবেই বুকিং করা যাবে 'সবুজের পথে হাতছানি' প্যাকেজের জন্য। পুজো স্পেশাল এই বাস হবে ১৬ এবং ২৬ সিটের। চাহিদা থাকলে আরও বাড়ানো হতে পারে বাসের সংখ্যা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার থেকে মিলবে এই বাস পরিষেবা।
 

  • 6/10

ডে ট্রিপের পাশাপাশি একরাত বা দু'রাত থাকার বন্দোবস্তও থাকছে এই 'সবুজের পথে হাতছানি' পুজো প্যাকেজে। দার্জিলিং, কালিম্পং, লাভা, লোলেগাঁও, ঝালং ও বিন্দু ঘোরানো হবে এই পুজো স্পেশাল প্যাকেজে। এছাড়াও থাকছে লাটাগুড়ি, মূর্তি, গোরুমারা, জলদাপাড়া, রাজাভাতখাওয়া, জয়ন্তি সহ একাধিক পর্যটন কেন্দ্রগুলিতে ডে ট্রিপের ব্যবস্থাও। সর্বোপরি সিকিম পর্যন্ত পৌঁছে দেবে এই NBSTC-র বাস। ফলে গ্যাংটকগামী পর্যটকদের পুজোয় পোয়াবারো। 
 

  • 7/10

জলপাইগুড়ি বা লাটাগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং কিংবা গ্যাংটক পর্যন্ত বাস চললে অনেকেই ডুয়ার্স ঘুরে পাহাড়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করবেন বলে মনে করছেন উত্তরবঙ্গের হোটেল মালিকরা। 
 

  • 8/10

NBSTC-র এই পুজো স্পেশাল প্যাকেজে খাওয়াদাওয়াসহ ভ্রমণের খরচ থাকছে ৭০০-২৫০০ টাকা পড়বে। 
 

  • 9/10

পর্যটন প্যাকেজের সঙ্গেই এবার পুজো পরিক্রমার সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। মহালয়ার পরদিন থেকে চতুর্থী পর্যন্ত মূলত প্রবীণদের ঠাকুর দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পুজোর সময়ে বহু মানুষ উত্তরবঙ্গে বেড়াতে এসে নানা পুজো প্যান্ডেলও ঘুরে দেখার সুযোগ পাবেন। 

  • 10/10

পুজোর সময় কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য আরও বাস বাড়ানো হবে বলেও আশ্বস্ত করেছে NBSTC। এখন বিভিন্ন জেলা থেকে মোট ১১টি বাস চলাচল করে এই রুটে। এবার তা বাড়তে চলেছে। আরও দশটি বাস নামানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে NBSTC। পাশাপাশি দীঘাগামী বাসগুলি সপ্তাহে দু’দিনের পরিবর্তে চারদিন চালানো হবে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement