Advertisement

পশ্চিমবঙ্গ

Rain Forecast: আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি, সতর্ক করল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2022,
  • Updated 2:15 PM IST
  • 1/8

Rain Forecast in Kolkata: আর কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা, হাওড়া সহ-দক্ষিণবঙ্গের কিছু জেলায়, সতর্ক করল আবহাওয়া অফিস। 
 

  • 2/8

ঝাড়গ্রাম, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল হাওয়া অফিস।
 

  • 3/8

আর দু'এক ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি।
 

  • 4/8

ওড়িশা উপকূলের রয়েছে নিম্নচাপ। তাই উপকূলের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হবে। দমকা হাওয়া বইবে। 
 

  • 5/8

মৎস্যজীবীদের সমুদ্রের ১৫ তারিখ পর্যন্ত যেতে মানা করা হয়েছে। কারণ সমুদ্রে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। 
 

  • 6/8

আগামী চার থেকে পাঁচ দিনও বৃষ্টি বিক্ষিপ্ত হালকা হবে দক্ষিণবঙ্গে, এমনটাও জানিয়েছে হাওয়া অফিস।
 

  • 7/8

এবার এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ একটানা ভারী বৃষ্টির মুখ দেখেনি। সে তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখা গেছে।
 

  • 8/8

দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতিও বেশ খানিকটা। আপাতত প্রখর রোদের তাপ থেকে খানিক রেহাই দিতে বিক্ষিপ্ত বৃষ্টিই ভরসা।
 

Advertisement
Advertisement