Rain Forecast in Kolkata: আর কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা, হাওড়া সহ-দক্ষিণবঙ্গের কিছু জেলায়, সতর্ক করল আবহাওয়া অফিস।
ঝাড়গ্রাম, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল হাওয়া অফিস।
আর দু'এক ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি।
ওড়িশা উপকূলের রয়েছে নিম্নচাপ। তাই উপকূলের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হবে। দমকা হাওয়া বইবে।
মৎস্যজীবীদের সমুদ্রের ১৫ তারিখ পর্যন্ত যেতে মানা করা হয়েছে। কারণ সমুদ্রে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।
আগামী চার থেকে পাঁচ দিনও বৃষ্টি বিক্ষিপ্ত হালকা হবে দক্ষিণবঙ্গে, এমনটাও জানিয়েছে হাওয়া অফিস।
এবার এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ একটানা ভারী বৃষ্টির মুখ দেখেনি। সে তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখা গেছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতিও বেশ খানিকটা। আপাতত প্রখর রোদের তাপ থেকে খানিক রেহাই দিতে বিক্ষিপ্ত বৃষ্টিই ভরসা।