Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : ছক ভাঙা বাগদেবীর আরাধনা কৃষ্ণনগরে, পুজোর দায়িত্বে মহিলা পুরোহিত

  • 1/6

নদিয়ার কৃষ্ণনগরে ইচ্ছে স্পোকিং ইংলিশ স্কুলে এই রকমই ব্যতিক্রমী পুজো দেখা গেল।

  • 2/6

প্রায় সকলের মনেই নারী-পুরুষ ভেদাভেদের বীজ বপন করা না থাকলেও, চলে আসা রীতি লংঘন করার সাহস থাকে না!

  • 3/6

বাগদেবীর আরাধনায় পৌরোহিত্য করছেন স্থানীয় ছবি চট্টোপাধ্যায়। ভাঙল সব ধ্যান-ধারণা।

  • 4/6

ইংরেজি স্কুলের দায়িত্বে থাকা সার্তকীকেই কৃতিত্ব দেন পৌরোহিত্য করা ছবি চট্টোপাধ্যায়।

  • 5/6

ছবি বলেন, সাহসী পদক্ষেপ নিয়েছেন সার্তকী। আমি অংশগ্রহণ করেছি মাত্র।

  • 6/6

ছবির আশা, তবে আমার বিশ্বাস আজ ব্যতিক্রমী হলেও অদূর ভবিষ্যতে এই সংকীর্ণতা দূর হবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement