Advertisement

ইউটিলিটি

বাংলায় ভোটের আগে জনসংযোগে Didir Doot! ১০ দিনেই ডাউনলোড ২ লক্ষেরও বেশি

সুদীপ দে
  • 17 Feb 2021,
  • Updated 2:16 PM IST
  • 1/7

দুয়ারে নয়, এ বার হাতের মুঠোয় সরকার! রাজ্যের মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে দিন দশেক আগেই লঞ্চ করেছে Didir Doot নামের একটি স্মার্টফোন অ্যাপ। মাত্র ১০ দিনেই এই অ্যাপের ডাউনলোডের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে।

  • 2/7

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সুযোগ করে দিচ্ছে এই স্মার্টফোন অ্যাপ। চাইলে এই Didir Doot অ্যাপের সাহায্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি ভিডিয়ো কনফারেন্সে যোগাযোগও করা যাবে!

  • 3/7

Didir Doot অ্যাপের সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্মার্টফোন থেকেই। রাজ্যের মানুষ নিজেদের নানা অভাব-অভিযোগও সহজেই সরাসরি জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে।

  • 4/7

এই Didir Doot অ্যাপের সাহায্যে বেশ কয়েকটি পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে। নানা অভাব-অভিযোগ সরাসরি জানানোর জন্য এখানে রয়েছে ‘দিদির সঙ্গে যোগাযোগ করুন’ অপশন।

  • 5/7

Didir Doot অ্যাপে ‘দিদির কথা জানুন’ অপশনে মিলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প সম্পর্কিত সাম্প্রতিকতম খবর।

  • 6/7

এই অ্যাপের সাহায্যে রাজ্যের সাধারণ মানুষ চাইলে ‘দিদির দূত’ অপশনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি, প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে যোগ দিয়ে কাজ করতে পারবেন।

  • 7/7

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলার ক্ষেত্রে এই Didir Doot অ্যাপ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সহজে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার এই মাধ্যমটি তাই দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এ রাজ্যে।

Advertisement
Advertisement