Advertisement

পশ্চিমবঙ্গ

Bagdogra Airport Service Stopped : বাগডোগরায় রানওয়েতে ফাটল, বেশ কয়েকঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 15 Mar 2022,
  • Updated 6:55 PM IST
  • 1/6

বাগডোগরা বিমানবন্দরে রানওয়েতে আচমকাই ফাটল। যার জেরে মঙ্গলবার সকালে বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। এদিকে পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার বিমানযাত্রীরা। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে রানওয়ে মেরামতির কাজ। 

  • 2/6

উত্তর-পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যমে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর। রানওয়েতে মেরামতের কারণে আগামী এপ্রিল মাসের ১১ থেকে ২৫ তারিখ পর্যন্ত সমস্ত উড়ান পরিষেবা বাতিল রাখার কথা আছে। তবে তার আগেই মঙ্গলবার সকালে ঘটলো বিপত্তি। 

  • 3/6

এদিন সকালে আচমকাই বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা যায়। ফাটল দেখতে পান বিমানবন্দরের ফিল্ড অফিসাররা। খবর পাওয়া মাত্র বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

আরও পড়ুনমঙ্গলে প্রাণ আছে? উত্তর খুঁজছে NASA, জবাব দিলেই ২৩ লক্ষ টাকা

  • 4/6

যার ফলে বিমানবন্দরের বাইরে লেগে যায় যাত্রীদের ভীড়৷ বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ১১ টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। শুরু হয়েছে রানওয়ে মেরামতির কাজ। 

  • 5/6

অন্যদিকে দেবাশিষ দে নামে এক যাত্রী জানাচ্ছেন,"রানওয়েতে ফাটলের কারণে পরিষেবা বন্ধ রেখেছে। কতক্ষণ বন্ধ থাকবে এখনও জানতে পারছি না। না হলে অন্য ব্যবস্থা করতে হবে।" আরও এক যাত্রী সায়ন মজুমদার বলেন, "যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে। এদিকে আমাদেরও দ্রুত কলকাতা যেতে হবে। জানি না কী হবে।" 
 

  • 6/6

অপরদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন,"যাত্রী পরিষেবার জন্যই হয়তো বন্ধ রাখা হয়েছে। তবে এমনিতেই রানওয়ে মেরামতের জন্য পরিষেবা বন্ধ রাখার কথা ছিল। এখন পর্যটনের মরশুম। বিষয়টা বিমানবন্দর কর্তৃপক্ষ দেখুক।" বিকেল ৫টা ৫ মিনিটে ফের শুরু হয় পরিষেবা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement