Advertisement

পশ্চিমবঙ্গ

'YAAS' দুর্গত এলাকায় মানুষের পাশে শিলিগুড়ির ফাউন্ডেশন

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 03 Jun 2021,
  • Updated 4:15 PM IST
  • 1/11

রাজ্যজুড়ে কার্যত লকডাউন পরিস্থিতি। সম্প্রতি, এই পরিস্থিতিতে রাজ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় "ইয়াস"।

  • 2/11

যার ফলে বেশিরভাগ ক্ষতিগ্রস্থ হয় দুই ২৪ পরগনা সহ মইপিঠ কোস্টাল, কুলতলি।

  • 3/11

জলে প্লাবিত হয়ে বহু মানুষ ঘরছাড়া রয়েছে এখনও। শেষ সম্বলটুকুও বেচেঁ নেই আর।

  • 4/11

এই অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন।

  • 5/11

মঙ্গলবার ,তারা দক্ষিণ ২৪ পরগনার বন্যাদূর্গতদের জন্য ত্রাণ পৌঁছে দিলেন। এই পরিস্থিতিতে যা অভাবনীয়। 

  • 6/11

এই সংগঠনের সম্পাদক শক্তি পাল জানান, গত বছর করোনা সংক্রমণ পরিস্থিতি এবং আমফান তাণ্ডবের পরেও মানুষের সহায়তায় দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামগুলিতে হাজির হয়েছিলেন তাঁরা।

  • 7/11

এবার ইয়াসের পরেও সেইসব গ্রামের মানুষেরা সহযোগিতা চেয়ে আমাদের কলকাতা সংগঠনের সাথে যোগাযোগ করে।

  • 8/11

তাই দেরি না করে, ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়েন সদস্যরা।

  • 9/11

শিলিগুড়ির বহু মানুষ এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

  • 10/11

সোমবার সন্ধ্যায় প্রায় ৪০০ প্যাকেট খাদ্য সামগ্রী এবং আপৎকালীন প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে  দক্ষিণ ২৪ পরগনার কুলতলির উদ্দেশে রওনা দেন।

  • 11/11

ফাউন্ডেশন সদস্যরা মঙ্গলবারই পৌঁছে গিয়েছেন বলে জানান, কলকাতা ইউনিটের রবিনবাবু। অসময়ে তাদের পাশে দাঁড়াতে পারে নিজেদেরকে ধন্য মনে করছেন ইউনিক ফাউন্ডেশন সদস্যরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement