রাজ্যজুড়ে কার্যত লকডাউন পরিস্থিতি। সম্প্রতি, এই পরিস্থিতিতে রাজ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় "ইয়াস"।
যার ফলে বেশিরভাগ ক্ষতিগ্রস্থ হয় দুই ২৪ পরগনা সহ মইপিঠ কোস্টাল, কুলতলি।
জলে প্লাবিত হয়ে বহু মানুষ ঘরছাড়া রয়েছে এখনও। শেষ সম্বলটুকুও বেচেঁ নেই আর।
এই অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন।
মঙ্গলবার ,তারা দক্ষিণ ২৪ পরগনার বন্যাদূর্গতদের জন্য ত্রাণ পৌঁছে দিলেন। এই পরিস্থিতিতে যা অভাবনীয়।
এই সংগঠনের সম্পাদক শক্তি পাল জানান, গত বছর করোনা সংক্রমণ পরিস্থিতি এবং আমফান তাণ্ডবের পরেও মানুষের সহায়তায় দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামগুলিতে হাজির হয়েছিলেন তাঁরা।
এবার ইয়াসের পরেও সেইসব গ্রামের মানুষেরা সহযোগিতা চেয়ে আমাদের কলকাতা সংগঠনের সাথে যোগাযোগ করে।
তাই দেরি না করে, ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়েন সদস্যরা।
শিলিগুড়ির বহু মানুষ এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় প্রায় ৪০০ প্যাকেট খাদ্য সামগ্রী এবং আপৎকালীন প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির উদ্দেশে রওনা দেন।
ফাউন্ডেশন সদস্যরা মঙ্গলবারই পৌঁছে গিয়েছেন বলে জানান, কলকাতা ইউনিটের রবিনবাবু। অসময়ে তাদের পাশে দাঁড়াতে পারে নিজেদেরকে ধন্য মনে করছেন ইউনিক ফাউন্ডেশন সদস্যরা।