Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: সাতসকালে ১১ ফুটের চন্দ্রবোড়া নর্দমায়! বেলুড়ে আতঙ্ক

বৈদ্য়নাথ ঝা
  • বেলুড়,
  • 28 May 2021,
  • Updated 2:34 PM IST
  • 1/5

চন্দ্রবোড়া সাপকে ঘিড়ে সাতসকালে ছড়াল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) বেলুড়ের এম এল বি রোডের শান্তিনিকেতন কমপ্লেক্স চত্বরে। 

  • 2/5

জানা গিয়েছে, শুক্রবার সকালে এলাকার একটি নর্দমায় সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

  • 3/5

 মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সাপটি প্রায় ১১ ফুট লম্বা বলে জানা গিয়েছে।

  • 4/5

খবর ছড়িয়ে পড়তেই সেটিকে দেখতে জড়ো হন উৎসাহী জনতা। ইতিমধ্যেই খবর দেওয়া হয় বন দফতরেও। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও।

  • 5/5

বৃষ্টির জলে ভেসে, নাকি অন্যকোনও ভাবে সাপটি ওই অঞ্চলে এসেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement