Advertisement

পশ্চিমবঙ্গ

হাতের কারসাজিতে টাকা দ্বিগুণ করছে জয়নগরের ৪ যুবক! তারপর যা হল

প্রসেনজিৎ সাহা
  • জয়নগর ,
  • 21 Aug 2021,
  • Updated 2:33 PM IST
  • 1/6

ভিন রাজ্যে গিয়ে অভিনব কায়দায় প্রতারণা করার অভিযোগে গ্রেফতার জয়নগরের ২ যুবক। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে মহারাষ্ট্রের নাগপুর সিটি পুলিশ।

  • 2/6

পুলিশ সূত্রে জানা যায়, মহারাষ্ট্রের নাগপুর পার্দি থানা এলাকায় ফল কেনা বেচার অজুহাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ,সোনারপুর ও জয়নগর এলাকা থেকে চার যুবক পৌঁছায়। সেখানকার মানুষের সাথে ভাব জমিয়ে হাতের কারসাজিতে টাকা দ্বিগুণ করার অভিনব পদ্ধতি দেখায়। 

  • 3/6

এলাকার মানুষ তাদের ফাঁদে পা দেয় এবং প্রথমে তারা অল্প কিছু টাকা দিয়ে পরীক্ষা করে সফল হয়েই মোটা অংকের টাকা ওদের হাতে তুলে দেয়,আর সেই সুযোগে ওই চার যুবক প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেয়।
 

  • 4/6

এরপর প্রতারিতরা ১ আগস্ট পার্দি থানায় ওই চার প্রতারকের বিরুদ্ধে অভিযোগ করে। তাদের অভিযোগের ভিত্তিতে পার্দি থানার পুলিশ তদন্ত শুরু করে এবং প্রতারকদের মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারে যে চারজনই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।

  • 5/6

এরপর মহারাষ্ট্র থেকে নাগপুর সিটি পুলিশের ৫ জনের একটি বিশেষ দল দক্ষিণ ২৪ পরগনায় পৌঁছায় এবং প্রথমে তারা সোনারপুর থেকে সৌমিক ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সৌমিক জয়নগর থানার অন্তর্গত বহরু এলাকার বাসিন্দা। 

  • 6/6

তাকে জেরা করে পুলিশ জয়নগর থানার অন্তর্গত হাছিমপুর এলাকায় এই ঘটনার সাথে যুক্ত আরোও একজনের সন্ধান পায়। এরপর শুক্রবার রাতে নাগপুর থানার পুলিশ জয়নগর থানার পুলিশের সহযোগিতায় হাছিমপুর  থেকে ইদ্রিস মিস্ত্রি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এদিন ২ জনকে বারুইপুর আদালতে তোলা হবে। বাকি ২ জনের খোঁজ চালাচ্ছে নাগপুর পুলিশ।

Advertisement
Advertisement