Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: অতি গভীর নিম্নচাপ হয়ে এগোচ্ছে 'অশনি', বাংলার কী পূর্বাভাস?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2022,
  • Updated 9:25 AM IST
  • 1/13

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি  সোমবার গভীর নিম্নচাপে  রূপান্তরিত হয়েছে।   ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে এটি। 

  • 2/13

তবে বাংলায় এর প্রভাব পড়ছে না, আগেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 
 

  • 3/13

IMD শেষ দেওয়া বুলেটিনে জানা যাচ্ছে,  অতি  গভীর নিম্নচাপে পরিণত  হয়ে  আন্দামান দ্বীপপুঞ্জ ছাড়িয়ে মায়ানমার ও দক্ষিণ বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে এটি। 

  • 4/13

২৩ মার্চ দুপুর  নাগাদ এটি  মায়ানমারের থান্ডে অতিক্রম করে যাবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
 

  • 5/13

প্রথমে বলা হয়েছিল সোমবার রাতেই নিম্নচাপ  ঘূর্ণিঝড়় ‘অশনি’-তে পরিণত হবে। এবার পরবর্তী ৪৮ ঘণ্টা ধরে তা আন্দামান দ্বীপপুঞ্জ বরাবর মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে। 
 

  • 6/13


এদিকে এই  নিম্নচাপের  প্রভাবে উত্তর, মধ্য এবং পোর্টব্লেয়ার-সহ দক্ষিণ আন্দামানে ব্যাপক বৃষ্টি হচ্ছে।
 

  • 7/13

 আন্দামানের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
 

  • 8/13

তবে এই সিস্টেমের  কোনও প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে পড়ছে না। ফলে  আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গে। 
 

  • 9/13

তবে এদিন  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মেঘলা আকাশ থাকতে। তবে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
 

  • 10/13

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রার  খুব একটা পরিবর্তন নেই,  এখন যেমন স্বাভাবিকের থেকে ৩ -৪ ডিগ্রি বেশি রয়েছে সেরমই থাকবে। 

  • 11/13

 উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জেলায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে,  বাকি জেলায় সেরম বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্কই থাকবে। তাপমাত্রারও বিশেষ পরিবর্তন হবে না। 

  • 12/13

আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। 
 

  • 13/13

এদিকে  নিম্নচাপ কেটে গেলে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রবেশ করবে। তখন দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা দেখা দিতে পারে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement