Advertisement

পশ্চিমবঙ্গ

Summer Rain Weather Forecast: নতুন সপ্তাহে ভিজবে দক্ষিণের এই জেলাগুলি, বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 27 Mar 2022,
  • Updated 4:50 PM IST
  • 1/9


বিগত কয়েকদিন ধরে গরমে ওষ্ঠাগত হচ্ছে প্রাণ।  গলদঘর্ম বাঙালি। কবে নামবে বৃষ্টি? এই কথাই  এখন সবার মুখে মুখে।
 

  • 2/9


হাওয়া অফিস জানিয়েওছিল, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে গত শুক্র ও শনিবার শহরের আকাশে মেঘ দেখা গেলেও বৃষ্টি নামেনি। 
 

  • 3/9

রীতিমত অস্বস্তিকর পরিবেশ রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 4/9

তবে আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গে  দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। যদিও রাতের তাপমাত্রা বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

  • 5/9

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। তার জেরে  বুধবার নাগাদ ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।
 

  • 6/9

 উত্তরবঙ্গ ও  সিকিমে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে।  বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং জেলায়।
 

  • 7/9

কলকাতার ক্ষেত্রে স্থানীয় মেঘের কারণে  মেঘলা আকাশ থাকছে।  সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাাকাছি। আর সর্বনিম্ন থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

  • 8/9

নতুন সপ্তাহে তাপমাত্রা বাড়বে বলেও পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরম এই মুহূর্তে কমবে না। বরং তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

  • 9/9

আবহাওয়া দফতর জানিয়েছে প্রচুর পরিমাণে উত্তর-পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারতের দিকে ঢুকেছে। সেই কারণে ৩০ ও ৩১ মার্চ  অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সময়ে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement