Advertisement

পশ্চিমবঙ্গ

Summer Rain Weather Forecast: অবশেষে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গেও, কবে থেকে?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 12 Apr 2022,
  • Updated 7:44 PM IST
  • 1/9

চৈত্রের শেষ এসে গিয়েছে, সামনেই নববর্ষ। এদিকে গরমে নাজেহাল রাজ্যবাসী। উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে তার দেখা নেই। 
 

  • 2/9

তবে শেষপর্যন্ত কিছুটা হলেও আশার খবর শুনিয়েছে হাওয়া অফিস।  আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, নতুন বছরের শুরুতেই  দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। 

  • 3/9

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসের উপর ভর করে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে। এছাড়াও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জেরেই তিন দিন পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে।

  • 4/9


হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ৩ দিন  দক্ষিণবঙ্গে আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। তবে শুক্রবার থেকে  প্রায় সব জেলাতেই  হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 5/9

এদিকে উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছে আগামী দিনগুলিতেও তার পরিবর্তন হবে না। 

  • 6/9

উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 7/9

আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গে।

  • 8/9

উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না। রাজ্যের পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলেও জানানো হয়েছে।

  • 9/9

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement