সকাল, রাতে শীত-শীত ভাব। আবার দুপুরে গরম। কলকাতা তথা দক্ষিণবঙ্গে বর্তমানে আবহাওয়া এমনই।
গত সপ্তাহের মিধিলি ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গে কমই পড়েছে। আর বর্তমানে সেই প্রভাব প্রায় কেটেই গিয়েছে। আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে।
এমন পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছেন, চলতি সপ্তাহেই কি শীতকাল এসে যাবে?
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিন আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও এটা শীতের 'আমেজ'ই বলা চলে। তবে এখনও খাতায় কলমে শীতের আমেজ আসেনি।
তবে এর মধ্যেই ছন্দপতন হতে পারে। মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং এবং উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে দার্জিলিং, কালিম্পংয়ে।
মিজোরাম, ত্রিপুরা ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় বর্তমানে নিম্নচাপ অবস্থান করছে।
শুক্রবারের পর থেকে রাজ্যে শীতের আমেজ পাকাপাকিভাবে জারি হতে পারে। এমনটাই বলছেন আবহাওয়াবিদরা।