আসছে কোরবানি ইদ। আর ইদ উপলক্ষে আপাতত ভারত-বাংলাদেশ মিতালি এক্সপ্রেস পরিষেবা বন্ধ করল রেল।
রেলের তরফে জানানো হয়েছে, নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস আপাতত বাতিল থাকছে।
রেল জানিয়েছে, ২৫, ২৮ জুন ও ২ জুলাই, ২০২৩ তারিখ নির্ধারিত ১৩১৩২ (নিউ জলপাইগুড়ি-ঢাকা) মিতালি এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।
২৬, ২৯ জুন ও ৩ জুলাই, ২০২৩ তারিখে নির্ধারিত ১৩১৩১ নম্বর (ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেস বাতিল করা হল।
বাংলাদেশে ইদ উত্সব শেষ হলে ফের মিতালি এক্সপ্রেস যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।
ঢাকা ও ভারতের মধ্যে যাতায়াত করা তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেস। এই ট্রেনের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পরে বন্ধ করে দেওয়া হয় মিতালি এক্সপ্রেসের পরিষেবা। তারপর ২০২১ সালের ২৭ মার্চ এই ঐতিহাসিক ট্রেন চালু করা হয়।
মিতালি এক্সপ্রেসে বাংলাদেশ যেতে হলে টিকিট কাটার সময় ভিসা ও পাসপোর্ট প্রয়োজন হয়।
রবিবার ও বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এবং সোমবার ও বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যায়।
নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার রেলপথ পাড়ি দিতে সময় লাগে সাড়ে প্রায় ১১ ঘণ্টা। সকালে নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে রাতে মিতালি এক্সপ্রেস পৌঁছয় ঢাকা ক্যান্টনমেন্টে।
২৮ জুন সন্ধ্যায় শুরু হবে কোরবানির ইদ। যা চলবে পরের দিন অর্থাৎ ২৯ তারিখ সন্ধ্যা পর্যন্ত। এই উৎসব উপল্যক্ষে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। কোরবানির ইদের জন্য ভারতে ছুটি থাকবে ২৯ তারিখ।