Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : আজ থেকে বাড়বে বৃষ্টি, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2021,
  • Updated 7:53 AM IST
  • 1/7

আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে লাগাতার হতে পারে বৃষ্টিপাত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয় দফতর (Alipore Weather Office)। 

  • 2/7

হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হতে পারে ওড়িশায়। সেই নিম্নচাপটি ক্রমশ বাংলা-ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে এবং শক্তিশালী হচ্ছে।

  • 3/7

এর ফলেই আজ (Sunday) সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত লাগাতার বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার কলকাতার (Kolkata) আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে দু-এক পশলা বৃষ্টি।

  • 4/7

এদিন কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

  • 5/7

তবে দক্ষিণবঙ্গে আরও কয়েকটি জেলায়, বিশেষত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। তাছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া।

  • 6/7

এমনকী দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় রবিবার হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কোথাও কোথাও ঝড় ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। 

  • 7/7

এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে আইএমডি (IMD) জানাচ্ছে, ১২ থেকে ১৪ তারিখ রাজ্যে প্রচুর পরিমান জলীয় বাষ্প প্রবেশ করবে, যার জেরে বাড়বে বৃষ্টিপাত। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement