Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : আজ থেকে বাড়বে বৃষ্টি, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2021,
  • Updated 7:53 AM IST
  • 1/7

আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে লাগাতার হতে পারে বৃষ্টিপাত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয় দফতর (Alipore Weather Office)। 

  • 2/7

হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হতে পারে ওড়িশায়। সেই নিম্নচাপটি ক্রমশ বাংলা-ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে এবং শক্তিশালী হচ্ছে।

  • 3/7

এর ফলেই আজ (Sunday) সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত লাগাতার বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার কলকাতার (Kolkata) আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে দু-এক পশলা বৃষ্টি।

  • 4/7

এদিন কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

  • 5/7

তবে দক্ষিণবঙ্গে আরও কয়েকটি জেলায়, বিশেষত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। তাছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া।

  • 6/7

এমনকী দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় রবিবার হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কোথাও কোথাও ঝড় ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। 

  • 7/7

এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে আইএমডি (IMD) জানাচ্ছে, ১২ থেকে ১৪ তারিখ রাজ্যে প্রচুর পরিমান জলীয় বাষ্প প্রবেশ করবে, যার জেরে বাড়বে বৃষ্টিপাত। 

Advertisement
Advertisement