Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Summer Update : এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা? হাওয়া অফিসের পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2022,
  • Updated 8:34 AM IST
  • 1/7

দক্ষিণবঙ্গের আকাশ থেকে যেন আগুন ঝরছে। শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমে নাজেহাল মানুষ। গত সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাস্তবে নিরাশই হতে হয়েছে দক্ষিণবঙ্গবাসীকে। 

  • 2/7

এই পরিস্থিতে চলতি সপ্তাহেও আশার কথা শোনাল না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

  • 3/7

হাওয়া অফিস জানাচ্ছে, এই সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই বৃষ্টির সম্ভাবনা। চড়া রোদের পাশাপাশি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। 

আরও পড়ুন'বাদাম কাকু'র সঙ্গে গান হিরো আলমের, ভিউয়ার্স ছাড়াল কয়েকলাখ, দেখুন

  • 4/7

আজ সোমবার (Monday) শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। 

  • 5/7

একইসঙ্গে এই সপ্তাহে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

  • 6/7

এদিকে দক্ষিণবঙ্গ (South Bengal) গরমে কার্যত 'জ্বললেও', বৃষ্টি জারি উত্তরবঙ্গে (North Bengal)। 

  • 7/7

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মালদা ও দুই দিনাজপুরে অবশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement