Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : আজ এই জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, চলবে মঙ্গলবার পর্যন্ত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2021,
  • Updated 11:15 AM IST
  • 1/7

নিম্নচাপের জের, সোমবার (Monday) রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরুও হয়ে হয়ে গিয়েছে বর্ষণ। 

  • 2/7

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, এদিন অভিভারী বৃষ্টিজনিত কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। সঙ্গে ঘণ্টায় বইতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া।

  • 3/7

এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

  • 4/7

অন্যদিকে এদিন শহর কলকাতায় (Kolkata) আকাশ মূলত মেঘলাই থকাবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে কয়েক পশলা বৃষ্টি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।

  • 5/7

হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবারও (Tuesday) বাঁকুড়া পুরুলিয়া সহ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত।

  • 6/7

তবে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে (North Bengal) আপাতত তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। 

  • 7/7

অন্যদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিন পার্শ্ববর্তী ওড়িশাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগামী কয়েকদিন কোঙ্কন, গোয়া ছত্তীসগঢ়েও ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement