Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : আগামিকাল আবহাওয়ার উন্নতি নাকি বৃষ্টি? জানিয়ে দিল হাওয়া অফিস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 29 Sep 2021,
  • Updated 5:42 PM IST
  • 1/8

অবশেষে আবহাওয়র উন্নতির খবর দিল হাওয়া অফিস। বুধবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানায়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের (West Bengal) পুরুলিয়া (Purulia) জেলার পশ্চিম দিকে রয়েছে নিম্নচাপ। 

  • 2/8

ফলে আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দুই বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশেও হতে পারে ভারী বৃষ্টিপাত। আর বাকি জায়গায় বৃষ্টির পরিমান থাকবে হালকা থেকে মাঝারি। 

  • 3/8

কিন্তু আগামিকাল ৩০ তারিখ থেকে আবহাওয়া উন্নতি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে আগামিকাল (Thursday) থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস থাকলেও বৃষ্টি একেবারে বন্ধ হবে না।

  • 4/8

এমনকী অন্যান্য জায়াগায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও বাঁকুড়া ও পুরুলিয়া বৃহস্পতিবারও একটু বেশি বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

  • 5/8

 এছাড়া পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে বলে জানা যাচ্ছে। 

  • 6/8

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনও পর্যন্ত হলদিয়ায় ২২, মোহনপুরে ১৯, মেদিনীপুর-খড়গপুর- কলাইকুন্ডায় ১৭, ডায়মন্ডহারবার-সাগরদ্বীপে ১৫, কাঁথিতে ১০, আলিপুর-উলুবেড়িয়া-হাওড়ায় ৯, ঝাড়গ্রাম-কাকদ্বীপে ৭ এবং দমদম-সল্টলেকে ৫ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

  • 7/8

অন্যদিকে এই বৃষ্টিতে দুই মেদিনীপুরে নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়া, কাঁচা রাস্তা ভেঙে যাওয়া এবং মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে হাওয়া অফিস। 

  • 8/8

পাশাপাশি আজ পর্যন্ত সমুদ্রজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি রয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement