অবশেষে আবহাওয়র উন্নতির খবর দিল হাওয়া অফিস। বুধবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানায়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের (West Bengal) পুরুলিয়া (Purulia) জেলার পশ্চিম দিকে রয়েছে নিম্নচাপ।
ফলে আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দুই বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশেও হতে পারে ভারী বৃষ্টিপাত। আর বাকি জায়গায় বৃষ্টির পরিমান থাকবে হালকা থেকে মাঝারি।
কিন্তু আগামিকাল ৩০ তারিখ থেকে আবহাওয়া উন্নতি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে আগামিকাল (Thursday) থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস থাকলেও বৃষ্টি একেবারে বন্ধ হবে না।
এমনকী অন্যান্য জায়াগায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও বাঁকুড়া ও পুরুলিয়া বৃহস্পতিবারও একটু বেশি বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
এছাড়া পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে বলে জানা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনও পর্যন্ত হলদিয়ায় ২২, মোহনপুরে ১৯, মেদিনীপুর-খড়গপুর- কলাইকুন্ডায় ১৭, ডায়মন্ডহারবার-সাগরদ্বীপে ১৫, কাঁথিতে ১০, আলিপুর-উলুবেড়িয়া-হাওড়ায় ৯, ঝাড়গ্রাম-কাকদ্বীপে ৭ এবং দমদম-সল্টলেকে ৫ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।
অন্যদিকে এই বৃষ্টিতে দুই মেদিনীপুরে নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়া, কাঁচা রাস্তা ভেঙে যাওয়া এবং মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে হাওয়া অফিস।
পাশাপাশি আজ পর্যন্ত সমুদ্রজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি রয়েছে।