পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর (East Midnapore) ও দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঘড় ইয়াস (Cyclone Yaas)।
ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। ঝড়ে উড়ে গিয়েছে বহু কাঁচা বাড়ির চাল, ভেসে গেয়েছে অনেক কাঁচা বাড়ি। যার জেরে গৃহহীন বহু মানুষ।
ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। ঝড়ে উড়ে গিয়েছে বহু কাঁচা বাড়ির চাল, ভেসে গেয়েছে অনেক কাঁচা বাড়ি। যার জেরে গৃহহীন বহু মানুষ।
সুন্দরবনের গোসাবা অঞ্চলে ধরা পড়ল তেমনটাই ছবি। ইয়াসের প্রভাবে ভেঙে গিয়েছে নদী বাঁধ। যার জেরে প্লাবিত গোসাবার (Gosaba) বহু এলাকা। আর ইয়াসের ধাক্কা সামলাতে না সামলাতেই চলে আসে কোটাল। যার জেরে কার্যত গোটা গোসাবাই চলে যায় জলের তলায়।
নদীর নোনা জলে ভেসে যায় সবকিছু। অনেকেই বাড়ি থেকে নূন্যতম জিনিষপত্রও বের করতে পারেননি। যার ফলে পরিবার পরিজন নিয়ে বাধ্য হয়ে নদীর পাড়ে ত্রিপল দিয়ে তাবু খাটিয়ে দিন কাটচ্ছেন তাঁরা।
সঙ্গে রয়েছে খাবার ও পানীয় জলের সঙ্কট। ত্রাণ মিলছে না বলেই অভিযোগ এলাকার অসহায় মানুষদের।
এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে খাদ্য, পানীয় জল সহ অন্যান্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন তাঁরা।