Advertisement

পশ্চিমবঙ্গ

WB Assembly Byelection Results : আজ ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল, কড়া নিরাপত্তা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2021,
  • Updated 1:13 AM IST
  • 1/12

WB Assembly Byelection Results: আজ, মঙ্গলবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। ভোট গণনা শুরু হয়ে যাবে সকাল থেকে। সেখানে ভোট নেওয়া হয়েছিল শনিবার। 

  • 2/12

যে ৪ কেন্দ্রে ভোট হয়েছিল সেগুলি হল খড়দা (Khardah), গোসাবা (Gosaba), দিনহাটা (Dinhata) এবং শান্তিপুর (Santipur)। দু-একটি ঘটনা বাদ দিলে ভোট মোটের উপর শান্তিপূর্ণই হয়েছিল।

  • 3/12

কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট হয়। মেনে চলা হয়েছিল করোনা বিধি।

  • 4/12

একুশের ভোটে এই চারটি আসনের মধ্যে দু'টি কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবং বাকিগুলিতে বিজেপি।

  • 5/12

বিজেপি জিতেছিল দিনহাটা এবং শান্তিপুর আসনে। সেখানকার প্রার্থী ছিলেন ছিলেন নিশীথ প্রামানিক এবং জগন্নাথ সরকার।

  • 6/12

তবে বিজেপি মনে করেছিলে, তারা রাজ্য শাসন ক্ষমতায় আসবে। তাই দলের অনেক সংসদে দাঁড়িয়েছিলেন কিন্তু বিজেপির সেই ইচ্ছা পূরণ হয়নি।

  • 7/12

পরে সিদ্ধান্ত নেওয়া হয় ওই দুই সাংসদ নিজেদের সাংসদ পদ ধরে রাখবেন। তাই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। আর তাই সেই দুই আসনে উপনির্বাচন হচ্ছে।

  • 8/12

অন্যদিকে, খড়দায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। ভোটের ফল প্রকাশের আগেই প্রার্থী কাজল সিনহার মৃত্যু হয়। তাই সেখানে তাই উপনির্বাচন করা হচ্ছে।

  • 9/12

গোসাবার তৃণমূল প্রার্থী এবং বিধায়ক জয়ন্ত নস্কর প্রয়াত হয়েছেন। ফলে সেই শুন্য আসনে উপনির্বাচন হয়েছে।

  • 10/12

খড়দা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। তিনি একুশের ভবানীপুর আসন থেকে লড়েছিলেন। এবং জিতেওছিলেন।

  • 11/12

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। তাঁকে হারিয়ে দিয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যিনি এখন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-কে নিজের পদ ধরে রাখতে ৬ মাসের মধ্যে বিধানসভায় জিতে আসতে হত। তাই তিনি ফের দাঁড়িয়েছিলেন ভবানীপুরে। এবং সেই ভবানীপুর শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)-কে ছেড়ে দিতে হয়। 

  • 12/12

আর তাই শোভন দেব চট্টোপাধ্যায় খড়দায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে মোট ভোটার ২,৩২,৩৪৮। এর মধ্যে পুরুষ ভোটারের ১,১৬,১৪৪ এবং মহিলা ভোটার রয়েছে ১,১৬,১৯৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৩৩৫ টি। এর মধ্যে প্রধান বুথের সংখ্যা ২৩৬ এবং অক্সালারি বুথ আছে ৯৯ টি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement