Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update : আজও বৃষ্টি বঙ্গে? জানুন হাওয়া অফিসের বিস্তারিত রিপোর্ট

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2021,
  • Updated 7:40 AM IST
  • 1/7

বিগত কয়েকদিনের মতো আজ বুধবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আজও শহর কলকাতা ও রাজ্যের দুই বঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। 

  • 2/7

হাওয়া অফিস জানাচ্ছে, এদিনও শহর কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হতে পারে কয়েক পশলা বৃষ্টি।

  • 3/7

আলিপুর আবহাওয়া দফতর বলছে, এদিন কলকাতা (Kolkata) শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। অন্যদিকে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

  • 4/7

পাশাপাশি এদিন উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) বেশকিছু জেলাতেও কমবেশি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

  • 5/7

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও বীরভূম এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলি। 

  • 6/7

গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হয়ে চলেছে রাজ্যের বিভিন্ন জেলায়। বৃষ্টির জেরে বেড়ে গিয়েছে বিভিন্ন নদীর জলস্তর। কোথাও কোথাও নদী বাঁধ ভেঙে গ্রামের মধ্যে ঢুকে পড়েছে জল। 

  • 7/7

ফলে কার্যত জলবন্দি হয়ে পড়েন হাওড়া-হুগলির মত জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। যদিও প্রশাসনের তরফে জোড়কদমে উদ্ধারকাজ শুরু করা হয়। উদ্ধারকাজে হাত লাগায় এনডিআরএফ। ব্যবহার করা হয় বায়ুসেনার বিমানও। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement