Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : কলকাতা সহ এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, রইল বিস্তারিত আবহাওয়ার খবর

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2021,
  • Updated 8:11 AM IST
  • 1/7

বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গের (West Bengal)। আজ সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (alipore Weather Office)। 

  • 2/7

 হাওয়া অফিস জানাচ্ছে, এদিনও মূলত মেঘলাই থাকবে শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন অঞ্চলের আকাশ। সঙ্গে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

  • 3/7

এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

  • 4/7

শহর কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি, দুই মেদিনীপুর ও নদিয়া জেলার আকাশও আংশিক মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

  • 5/7

অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও শিলিগুড়িতে হতে পারে দু-এক পশলা বৃষ্টি। এদিনও বেশকিছু জায়গায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

  • 6/7

প্রসঙ্গত লাগাতার বৃষ্টিতে ভিজে চলেছে বঙ্গ। দিনকয়েক আগের ভারি বর্ষণে রাজ্যের হাওড়-হুগলি সহ বেশকিছু জেলার বিস্তীর্ণ এলাকা কার্যত জলবন্দি। অনেক জায়গায় বাঁধ ভেঙে ঢুকে পড়েছে জল। ফলে ব্যাপক সমস্যার মধ্যে সাধারণ মানুষ। 

  • 7/7

অন্যদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলদেশেরও (Bangladesh) বেশকিছু জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে।  
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement