Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : ছুটির দিনেও ভিজতে পারে কলকাতা, গোটা রাজ্যের কী অবস্থা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2021,
  • Updated 7:54 AM IST
  • 1/5

আজ রবিবারও শহর কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)।

  • 2/5

আবহাওয়া দফতর জানাচ্ছে, ছুটির দিনে মহানগরীর আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। 

  • 3/5

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকমে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

  • 4/5

আবহাওয়া দফতর জানাচ্ছে, শুধু শহর কলকাতা নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও এদিন হতে পারে বৃষ্টিপাত। 

  • 5/5

অন্যদিকে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ডে ভারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। একইসঙ্গে ওডিশা, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, দিল্লি, পঞ্জাব ও হরিয়ানাতেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement