আজ রবিবারও শহর কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)।
আবহাওয়া দফতর জানাচ্ছে, ছুটির দিনে মহানগরীর আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকমে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানাচ্ছে, শুধু শহর কলকাতা নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও এদিন হতে পারে বৃষ্টিপাত।
অন্যদিকে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ডে ভারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। একইসঙ্গে ওডিশা, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, দিল্লি, পঞ্জাব ও হরিয়ানাতেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।