Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2021,
  • Updated 8:25 AM IST
  • 1/7

নিম্নচাপ সরে যাচ্ছে, ফলে আবহাওয়া উন্নতি ঘটবে রাজ্যে। জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।  হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপটি সরে আসতে আসতে মধ্যপ্রদেশ হয়ে গুজরাটের দিকে এগোবে। 

  • 2/7

অপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার অবস্থান ছত্তীসগঢ় থেকে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ। সঙ্গে ব্যাপক পরিমান দক্ষিণপূর্ব বাতাস ঢুকছে এরাজ্যে।

  • 3/7

ফলে প্রচুর মেঘ থাকবে আকাশে। সঙ্গে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে ভারী বৃষ্টির (Heavy Rain) তেমন কোনও সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দফতর।

  • 4/7

শহর কলকাতাতেও (Kolkata) আকাশ সাধারণত মেঘলাই থাকবে। সঙ্গে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। 

  • 5/7

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। 

  • 6/7

অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal) সাধারণ বর্ষাই থাকবে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

  • 7/7

তবে ১১ তারিখ আরও একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। যার ফলে ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত পূর্ব ভারতে বৃষ্টির পরিমান বাড়তে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement