Advertisement

পশ্চিমবঙ্গ

আকাশ আজও মেঘলা, আর কতদিন চলতে পারে বৃষ্টি?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jan 2022,
  • Updated 8:35 AM IST
  • 1/6

আজও আকাশের মুখ ভার। পশ্চিমী ঝঞ্ঝার জেরে চলতি সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। 

  • 2/6

গতকাল বুধবারও উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই হালকা বর্ষণ হয়েছে। এমনকী দার্জিলিং-এ শিলাবৃষ্টিও দেখা যায়। 

  • 3/6

তবে আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও এদিন কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলাই থাকবে। 

  • 4/6

হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল শুক্রবার রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে হতে পারে হালকা বৃষ্টি। তবে ১৫ তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে এবং ১৬ তারিখ পুরোপুরি কেটে যাবে পশ্চিমী ঝঞ্ঝা। 

  • 5/6

অন্যদিকে, আগামী আরও ২ দিন রাতের দিকের তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। তবে তারপর থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করবে। 

  • 6/6

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) রিপোর্ট অনুযায়ী, এদিন শহর কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement