রাজ্যে আজও মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। বৃষ্টি কলকাতা ও জেলায় জেলায়।
হাওয়া অফিস জানাচ্ছে, অতি গভীর নিম্নচাপ ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি হারিয়ে এটি নিম্নচাপে পরিণত হবে। উত্তর ছত্তীসগঢ় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে নিম্নচাপটি (Low Pressure)।
আজ শহর কলকাতায় (Kolkata) আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
পাশাপাশি বৃষ্টি দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও। বৃষ্টি হয়, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া ও ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায়।
প্রসঙ্গত নিম্নচাপের জেড়ে গত পড়শু থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। গতকালও দিনভর বৃষ্টি চলে শহর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে ইতিমধ্যেই জলমগ্ন বিভিন্ন এলাকা। জল জমে গিয়েছে নিচু এলাকাগুলিতে। ব্যাপক সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ।