গত কয়েকদিনের মতো আজ রবিবারও বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা (Kolkata)। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ৩৫ ডিগ্রি ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
সেক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
প্রসঙ্গত ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে কমবেশি বৃষ্টিপাত। ইয়াসের পরেও সেই ধারা অব্যাহত।
তবে লাগাতার এই বৃষ্টির ফলে তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছেন বঙ্গবাসী।