Advertisement

পশ্চিমবঙ্গ

Winter Forecast In Bengal:শীতলতম কলকাতা, এই ১০ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 20 Dec 2021,
  • Updated 5:19 PM IST
  • 1/9

সপ্তাহের শুরুতেই মরসুমের শীতলতম দিন পেল কলকাতা। সোমবার শহরের তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। 

  • 2/9

জেলায় জেলায় ঠান্ডার কামড় আরও বেশি। হু হু করে ঢুকছে হিমেল হাওয়া। আর তার জেরেই আরও ৩-৪ দিন  জাঁকিয়ে শীত থাকবে রাজ্যে। বলছে হাওয়া অফিস।

  • 3/9

গত সপ্তাহ থেকেই নামতে শুরু করেছিল পারদ। পরিস্কার-মেঘমুক্ত আকাশে হু হু করে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। তারই হাত ধরে নামছে পারদ।
 

  • 4/9

আলিপুর আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টার জন্য রাজ্যের ১০ জেলায়  শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে। 

  • 5/9

শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা এই জেলাগুলির মধ্যে রয়েছে  দুই মেদিনীপুর, দুই ২৪  পরগনা, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়া।
 

  • 6/9

হাওয়া অফিস বলছে আগামী ২৪  ঘণ্টায় আরো কিছুটা নামবে পারদ। ফলে আগামী ৪৮  ঘণ্টায়  জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি বাংলা জুড়ে।

  • 7/9

আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। ২-৩ ডিগ্রি পর্যন্ত কোনও কোনও জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। 

  • 8/9

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং রাজ্যে দাপট বাড়াবে উত্তুরে হাওয়া। 
 

  • 9/9

তবে সপ্তাহ শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে  সামান্য বাড়বে তাপমাত্রা। বড়দিনে ১৫ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা থাকতে পারে কলকাতায়।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement